চট্টগ্রাম মহানগর বিএনপি’র নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মিছিল পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি বেপারী পাড়া মোড় থেকে শুরু হয়ে আগ্রাবাদ এক্সেস রোড প্রদক্ষিণ করে বড়পোল মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বৃহস্পতিবার (১১ জুলাই) বিকালে অনুষ্ঠিত উক্ত মিছিল সমাবেশে অংশ নেন চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা দলের সভাপতি হাজী হোসেন আহমদ, ২৭নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ফয়েজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি কামাল উদ্দিন সর্দার, সহ-সভাপতি শহীদ হোসেন, সাধারণ সম্পাদক মো. মনজুর মিয়া, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মোস্তফা, মহানগর যুবদলের সহ-সভাপতি জাহিদ হোসেন বাবু, বিএনপি নেতা হেলাল উদ্দিন, সালাহউদ্দিন মাহমুদ, খুরশিদ আলম, মো. সিদ্দিক মিয়া, মো. মিয়া, মো. জাকির হোসেন, আবুল কালাম আবু, নগর যুবদলের সহ-সম্পাদক ওসমান গণি সিকদার, সৈয়দ লতিফুল বারী সুমন, যুবদল নেতা কাইয়ুম হোসেন রিপন, বিএনপি নেতা গোলাম শফি দুলু, মাহবুবুল আলম যুবরাজ, সেকান্দর কোম্পানী, মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক যথাক্রমে আবু নাঈম, মো. রবিউল হোসেন রবি, মোখলেসুর রহমান, তাজুল ইসলাম নয়ন, ডবলমুরিং থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আকতার হোসেন, মো. সেলিম, যুবদল নেতা মাহবুব হোসাইন, ইব্রাহিম মিয়া সায়মন, শফি রানা, রাজীব উদ্দিন, মহানগর ছাত্রদলের সদস্য ডিএইচ শিশির, ইব্রাহিম মিয়া সায়মন, আলমগীর রহমান মামুন প্রমূখ।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, এরশাদ উল্ল্যাহ-নাজিমুর রহমান এর প্রতি চট্টলার জাতীয়তাবাদী শক্তির শতভাগ আস্থা আছে। তাদের নেতৃত্বে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল হবে। এরশাদ উল্ল্যাহ-নাজিমুর রহমানের নেতৃত্বে চট্টগ্রাম হতেই হাসিনার পতন ঘণ্টা বাজানো হবে। শহীদ জিয়ার রক্তের ঋণে আবদ্ধ চট্টগ্রামবাসী বরাবরই সকল অশুভ শক্তির বিরুদ্ধে সোচ্চার ছিল। বর্তমান আওয়ামী দুঃশাসন ও ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে এরশাদ উল্ল্যাহ-নাজিমুর রহমানের নেতৃত্বে চট্টগ্রামের জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ হয়ে চূড়ান্ত বিজয় অর্জন করবে।