গৌরবময় ঐতিহ্যের সারথী হতে চাই : কামরুজ্জামান লিটন

আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল এর আওতাধীন জেলা ৩১৫-বি৪ ২৬তম জেলা কনভেনশনে দ্বিতীয় ভাইস জেলা গভর্ণর পদে প্রার্থী হয়েছেন লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট মনোনীত লায়ন কামরুজ্জামান লিটন এমজেএফ। শনিবার (১৮ ফেব্রুয়ারী) অনুষ্ঠিত হতে যাওয়া উক্ত নির্বাচনে ডেলিগেটদের সরাসরি ভোটে নির্বাচনে একই পদে আরও একজন প্রার্থী রয়েছেন। নিজের প্রার্থীতা এবং লায়নিজমের নানা বিষয়ে সিটিজি সংবাদের সাথে একান্ত আলাপচারিতা পাঠকদের জন্য তুলে ধরা হলো:

সিটিজি সংবাদ : আসসালামু আলাইকুম। সিটিজি সংবাদকে সময় দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
কামরুজ্জামান লিটন : ওয়াআলাইকুমাস সালাম। আপনাকেও অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সেই সাথে পাঠকদের জানাই অফুরাণ শুভেচ্ছা।

সিটিজি সংবাদ : আপনার জন্ম, লেখাপড়া ও পরিবার সর্ম্পকে যদি বলতেন।
কামরুজ্জামান লিটন : ১৯৭৩ সালের ২০শে জুন আমার জন্ম। আমার পিতা আলহাজ্ব এম.এ.রশীদের ব্যবসায়ীক সূত্রে চট্টগ্রাম শহরেই আমাদের বেড়ে ওঠা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে ১৯৯৪ সনে আমি গ্রাজুয়েশন সম্পন্ন করেছি। সাংসারিক জীবনে আমি কক্সবাজার জেলার চকরিয়া নিবাসী লায়ন রোকেয়া হাসান চৌধুরীর সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছি। আমাদের সংসারে তিন কন্যা এবং এক পুত্র সন্তান রয়েছে।

সিটিজি সংবাদ : আপনার পেশাগত জীবন সম্পর্কে জানতে চাই
কামরুজ্জামান লিটন : পড়ালেখা শেষ করেই আমাদের পৈত্রিক প্রতিষ্ঠান মেসার্স গ্রীণ এন্টারপ্রাইজেস লিমিটেডে ব্যবসায়ীক জীবন শুরু করি। পরবর্তীতে মেসার্স সুলতান শিপিং লাইন্স প্রতিষ্ঠা করে শিপিং ব্যবসায় নিজেকে সম্পৃক্ত করি। এছাড়াও আটলান্টিক শিপিং লাইন্স, এস এস শিপিং এন্ড লজিস্টিক, বিজনেস মিডিয়া সার্ভিস, গ্রীণ ট্রেডার্স এর মাধ্যমে চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দরে ব্যবসার পরিধি বাড়িয়েছি।

সিটিজি সংবাদ : আপনার লায়নিজম শুরু কবে , এর আগে কোন কোন দায়িত্ব পালন করেছেন ?
কামরুজ্জামান লিটন : আমি ২০০২ সালে সেবার জগতের বিশাল এ ভুবনে যোগদান করেছি। নিয়মানুযায়ী লায়নিজমকে অন্তরে ধারণ করে সিনিয়ররা যখন যে দায়িত্ব অর্পণ করেছেন তা সাধ্যমতো পালনের চেষ্টা করেছি। তারই ধারাবাহিকতায় ২০০৬-০৭ ও ২০০৭-০৮ সালে ক্লাবের প্রেসিডেন্ট পদে পর পর দুইবার দায়িত্ব পালন করেছি এবং বর্তমানে ডিরেক্টর পদে দায়িত্ব পালন করে যাচ্ছি। জেলা পর্যায়ে ডিস্ট্রিক্ট কো- চেয়ারপার্সন, ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন, জোন চেয়ারপারসন (ক্লাব), রিজিয়ন চেয়ারপারসন (ক্লাব) ও গভর্ণর এডভাইজার এর মতো গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেছি। এছাড়াও আমি চিটাগাং লায়ন্স ফাউন্ডেশনের আজীবন সদস্য এবং একজন Melvin Jones Fellow (MJF)। এ ছাড়াও আমি চিটাগাং লায়ন্স ব্লাড ব্যাংক, লায়ন্স স্কলারশিপ ট্রাষ্ট ও লায়ন্স হিমোফেলিয়া ফাউন্ডেশনের আজীবন। এ বছর মাননীয় জেলা গভর্ণর কর্তৃক ‘প্রাক্তণ জেলা গভর্ণর সম্মাননা’ অনুষ্ঠান (PDG HONOUR DAY) এর চেয়ারম্যান মনোনীত হয়ে সাধ্যমত চেষ্টা করেছি সফল একটি অনুষ্ঠান আয়োজনের। তাছাড়া দেশের বাইরেও লায়ন্সের বিভিন্ন ফোরামের অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের লায়নিজমের জ্ঞানকে সমৃদ্ধ করার চেষ্টা করছি।

প্রাক্তন আন্তর্জাতিক পরিচালক লায়ন কাজী আকরাম উদ্দিন আহমেদ ও বর্তমান জেলা গভর্ণর লায়ন সামসুদ্দিন আহমেদ সিদ্দিকীর মধ্যখানে কামরুজ্জামান লিটন

সিটিজি সংবাদ : লায়নিজমের বাইরে অন্য কোন কোন সংগঠনের সাথে আপনি সম্পৃক্ত?
কামরুজ্জামান লিটন : লায়নিজম ছাড়াও সামাজিক, মানবিক, ক্রীড়া ও সাংস্কৃতিক নানা সংগঠনের সাথে নিজেকে সম্পৃক্ত রাকার চেষ্টা করেছি। তাছাড়া ব্যবসায়ীক নানা ট্রেডবডিতে নিজের যোগ্যতা অনুযায়ী কাজ করে যাচ্ছি। তার মধ্যে আমি চট্টগ্রাম শিপিং এজেন্টস এসোসিয়েশন, চট্টগ্রাম ষ্টিভিডোরিং এজেন্টস এসোসিয়েশন, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টিজের সদস্য, মোংলা ষ্টিভিডোরিং এজেন্টস এসোসিয়েশনের উপদেষ্টা, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের স্ট্যান্ডিং কমিটি (শিপিং এজেন্ট সেল) এর সদস্য হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করছি। এছাড়া আমি চিটাগাং ক্লাব লিমিটেড ও মেট্রোপলিটন ক্লাব লিমিটেডেরও একজন সক্রিয় সদস্য । সামাজিক দায়িত্ব হিসেবে নিজ গ্রাম বাবুপুরের বাইতুস সালাম জামে মসজিদ এর সভাপতি এবং বাবুপুর রশিদিয়া হাফেজিয়া নুরানী মাদ্রাসা ও এতিমখানার প্রধান পৃষ্ঠপোষক ও সভাপতি হিসেবে কাজ করছি। এছাড়াও এলাকার তরুণদেরকে সংগঠিত করে সামাজিক কর্মকান্ড পরিচালনার লক্ষে বাবুপুর স্পোর্টিং প্রতিষ্ঠা করে প্রধান পৃষ্ঠপোষকের দায়িত্ব পালন করছি। এছাড়াও আমি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, চট্টগ্রাম ডায়াবেটিক সমিতি, চট্টগ্রাম আনজুমানে মফিদুল ইসলাম, বাংলাদেশ কিডনী ফাউন্ডেশন ও বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) চট্টগ্রাম এর আজীবন সদস্য এবং আগ্রাবাদ রেসিডেন্সিয়াল এরিয়া সোসিও কালচারাল এসোসিয়েশন (আরাসকা) এর একজন সক্রিয় সদস্য।

প্রাক্তন জেলা গভর্ণর, একুশে পদকপ্রাপ্ত দৈনিক আজাদী সম্পাদক লায়ন এম এ মালেককে মিষ্টিমুখ করাচ্ছেন লায়ন কামরুজ্জামান লিটন

সিটিজি সংবাদ : এবারই কি প্রথম নির্বাচন করছেন, কেন করছেন ?
কামরুজ্জামান লিটন : লায়নিজমের অঙ্গনে এবারই প্রথম কোনো নির্বাচনে অংশগ্রহণ করছি। দীর্ঘ ২০বছর সক্রিয়ভাবে এ অঙ্গনে কাজ করে নিজেরে অর্জিত যোগ্যতা ও মেধাকে কাজে লাগিয়ে সেবার জগতকে আরও প্রসারিত করার লক্ষ্যেই আমার নির্বাচনে অংশ নেয়া। আমার হোম ক্লাব “লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট“ এর সিন্ধান্ত এবং জেলার সর্বস্তরের লায়নদের ভালবাসা আমাকে অনুপ্রাণিত করেছে প্রার্থী হতে। নিজেদের পেশাগত ব্যস্ততার পর যেটুকু সময় আমরা বের করি তা সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ব্যয় করি। এটি সম্পূর্ণ অলাভজনক সামাজিক সংগঠন। এখানে পাওয়ার কিছু নেই, দেয়ার আছে অনেক কিছু। আমাদের পূর্বসূরীদের দেখানো পথে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে চাই।

সিটিজি সংবাদ : নির্বাচনে পরাজিত হলে কী করবেন, সংগঠনে সম্পৃক্ত থাকবেন নাকি ছেড়ে চলে যাবেন ?
কামরুজ্জামান লিটন : নির্বাচনে জয়পরাজয় আল্লাহর হাতে। ভোটার’রা আমাকে যোগ্য মনে করলে নির্বাচিত করবেন ইনশাল্লাহ। আর পরাজিত হলেও নিজেকে এখনকার মতোই সম্পৃক্ত রাখবো এ অঙ্গনে। মানুষের জন্য কাজ করতে গেলে পদ-পদবী নয়, দরকার সেবার মানসিকতা। এখানে ভোটারদের ভালবাসা আর প্রত্যাশাকে প্রাধাণ্য দিতেই মূলত আমার নির্বাচনে অংশ নেয়া। সুতরাং সংগঠনে ছেড়ে দেয়ার প্রশ্নই আসে না। আর এ অঙ্গনে সেরকম উদাহরণও নেই। এখানে পরাজিত প্রার্থীরা জয়ী প্রার্থীকে মালা পরিয়ে দিয়ে বরণ করে নেন।

সিটিজি সংবাদ : ভোটারদের উদ্দেশ্যে আপনার বার্তা কী থাকবে ?
কামরুজ্জামান লিটন : যাচাই বাছাই করে ভোট দিবেন। যোগ্য প্রার্থীকেই ভোট দিবেন। কারও কথায় প্রভাবিত হয়ে সিন্ধান্ত নেয়া উচিত হবে না। আর এখানে তা হওয়ারও সুযোগ নেই। শিক্ষিত মানবিক মানুষদের সংগঠনে আসলে কেউ কাউকে প্রভাবিত করতেও পারেন না। সচেতন মানুষরা নিজেদের সিন্ধান্ত নিজেরাই নিতে পারেন। ভোটারদের প্রতি আমার আস্থা আছে। ওনারা ভুল করবেন না।

সিটিজি সংবাদ : নির্বাচনে কোন অনিয়ম বা অনাকাংখিত কিছু ঘটবে বলে কি আপনি মনে করেন ?
কামরুজ্জামান লিটন : মোটেও না। লায়ন্সের নির্বাচন আমাদের দেশের অন্যান্যদের জন্য অনুকরণীয় বা রোল মডেল। অনিয়ম বা অনাকাংখিত কিছু দূরে থাক, এখানে কখনও বিন্দুমাত্র বিরোধ বা ভুলবুঝাবুঝিও হয়নি। প্রতিবছর নিয়মতান্ত্রিকভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এখানে কেউ চাইলে তাঁর মেয়াদের একদিনের বেশিও ক্ষমতায় থাকতে পারেন না।

সিটিজি সংবাদ : আপনার প্রতিদ্বন্ধী প্রার্থীকে নিয়ে আপনার মূল্যায়ন কী ?
কামরুজ্জামান লিটন : তিনি আমার হাত ধরেই লায়নিজমের ভুবনে পদার্পণ করেছেন। তিনি আমার ভাল বন্ধুও বটে। আমি তার স্পন্সরিং লায়ন।

আরও পড়ুন