চট্টগ্রামে লায়ন্স কনভেনশনে কোহিনুর গভর্নর, অপু প্রথম, লিটন দ্বিতীয় ভাইস জেলা গভর্নর নির্বাচিত

লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪ এর ২৭তম জেলা কনভেনশনে ডেলিগেটদের প্রত্যক্ষ ভোটে লায়ন কোহিনুর কামাল ২০২৪-২৫ সেবাবর্ষের গভর্নর নির্বাচিত হয়েছেন। অপরদিকে লায়ন মোসলেহউদ্দিন আহমেদ অপু প্রথম ভাইস জেলা গভর্নর এবং লায়ন মোহাম্মদ কামরুজ্জামান লিটন দ্বিতীয় ভাইস জেলা গভর্নর নির্বাচিত হয়েছেন।

চট্টগ্রাম নগরীর নেভী কনভেনশন হলে অনুষ্ঠিত দুইদিনব্যাপী এই জেলা কনভেনশনের প্রথমদিন শুক্রবার প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেন, লায়ন্সরা মানুষের সেবায় কাজ করে। তাদের নেতৃত্ব নির্বাচনের পদ্ধতিও অন্যদের জন্য অনুকরণীয়। লায়ন্সরা শিক্ষা বিস্তারে সরকারের সাথে যৌথভাবে কাজ করলে দেশের শিক্ষাখাতে ইতিবাচক প্রভাব পড়বে বলে তিনি দাবি করেন।

চলতি সেবা বর্ষের গভর্নর লায়ন এমডি এম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত উদ্বোধনী আয়োজনে বিশেষ অতিথি ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনালের প্রাক্তন আন্তর্জাতিক পরিচালক লায়ন কাজী আকরাম উদ্দিন আহমেদ, আন্তর্জাতিক পরিচালক পদপ্রার্থী লায়ন নাজমুল হক, সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন সামসুদ্দিন সিদ্দিকী পিএমজেএফ প্রমূখ। কনভেনশন কমিটির চেয়ারম্যান লায়ন মির্জা আকবর আলীর স্বাগত বক্তব্যে শুরু হওয়া অনুষ্ঠানে ঢাকার বিভিন্ন জেলার লায়ন গভর্নরবৃন্দ এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

কনভেনশনের ২য় দিন আগামী সেবাবর্ষের নেতৃত্ব নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ইলেকশন কমিটির চেয়ারম্যান প্রাক্তন জেলা গভর্নর কবির উদ্দীন ভূঁইয়ার নেতৃত্বে ৯৯টি লায়ন্স ক্লাবের ডেলিগেটদের প্রত্যক্ষ ভোটে লায়ন কোহিনুর কামাল আগামী সেবাবর্ষে জেলা গভর্নর, লায়ন মোসলেহউদ্দিন আহমেদ অপু প্রথম ভাইস জেলা গভর্নর ও লায়ন মোহাম্মদ কামরুজ্জামান লিটন দ্বিতীয় ভাইস জেলা গভর্নর নির্বাচিত হন। নির্বাচনে সর্বমোট ৩০০ জন ভোটারের মধ্যে ২৯৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

গভর্নর (ইলেক্ট) লায়ন কোহিনুর কামাল আগামী সেবাবর্ষের কার্যক্রম পরিচালনার সুবিধার জন্য লায়ন বেলাল উদ্দীন চৌধুরীকে কেবিনেট সেক্রেটারি এবং লায়ন কেবিনেট ইমতিয়াজুল ইসলামকে ট্রেজারার হিসেবে নিয়োগ প্রদান করেন। নবনির্বাচিত গভর্নর আগামী সেবা বর্ষের জন্য কল দিয়েছেন ‘শেয়ার এন্ড কেয়ার’।

আরও পড়ুন