লায়ন্স জেলা কনভেনশনের প্রস্তুতি সভা সম্পন্ন
লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর ২৬তম কনভেনশন সফল করতে এক প্রস্তুতি সভা রবিবার (২৭ ফেব্রæয়ারী) সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম নগরীর লায়ন্স ভবনে অনুষ্ঠিত হয়। লায়ন্স জেলা ৩১৫-বি৪ এর গভর্ণর লায়ন শেখ সামসুদ্দিন সিদ্দিকী পিএমজেএফ এর সভাপতিত্বে ও কেবিনেট সেক্রেটারী লায়ন হাছান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম ভাইস জেলা গভর্ণর লায়ন এমডি এম মহিউদ্দিন চৌধুরী এমজেএফ।
লায়ন্স ক্লাব অব চিটাগাং প্রেসিডেন্সির সভাপতি লায়ন সাব্বির আহমদের কোরান তেলওয়াত ও লায়ন সৈয়দা সালেহা পারভীনের আনুগত্যের শপথ পাঠের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় জেলা গভর্ণর শুরুতেই কনভেনশন কমিটিকে পরিচয় করিয়ে দেন। এ সময় তিনি লায়ন তারেক কামালকে চেয়ারম্যান, লায়ন এমডি মির্জা জাহিদ হোসেন এমজেএফকে সেক্রেটারী ও লায়ন মোহাম্মদ কামরুজ্জামানকে ট্রেজারার করে গঠিত মূল কমিটির সাথে বেশ কয়েকটি সাব-কমিটির দায়িত্বশীলদের পরিচয় করিয়ে দেন।
শনিবার (১৮ মার্চ) অনুষ্ঠিত হতে যাওয়া কনভেনশনকে সামনে রেখে একটি পূর্ণাঙ্গ শিডিউল ঘোষণা করা হয়। শিডিউল অনুযায়ী ১৪ মার্চ মঙ্গলবার সকাল ১১টায় লায়ন্স ভবনের হালিমা রোকেয়া হলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। ১৬ মার্চ বৃহস্পতিবার বিকাল ৩টায় নগরীর জিইসি মোড়ের জিইসি কনভেনশন থেকে বর্ণাঢ্য র্যালী শুরু হবে, ১৭ মার্চ শুক্রবার সন্ধ্যায় চতুর্থ কেবিনেট মিটিং অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতির বক্তব্যে জেলা গভর্ণর বলেন, সারা বছরের কর্মযজ্ঞের মূল্যায়ন ও আগামীর নেতা নির্বাচনে লায়ন্স জেলা কনভেনশন অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়োজন। সকলের সম্মিলিত অংশগ্রহণে সুন্দর ও সাবলিল একটি কনভেনশন অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। সবাইকে যথাসময়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করে কনভেনশনকে সফল করতে আন্তরিক সহযোগিতার আহবান জানান জেলা গভর্ণর। সকল সাবকমিটির নেতৃবৃন্দকে যথাযথ দায়িত্ব পালনের আহবান জানিয়ে তিনি সভার সমাপ্তি ঘোষণা করেন।