লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর আওতাধীন লিও জেলার ২৭তম জেলা কনফারেন্স নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। লিও আতিক শাহরিয়ার সাদিফের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত জেলা সম্মেলনের ডেলিগেট সেশন শেষে অনুষ্ঠিত ব্যাংকুয়েট সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা গভর্ণর লায়ন এমডিএম মহিউদ্দিন চৌধুরী এমজেএফ, বিশেষ অতিথি ছিলেন সদ্য প্রাক্তণ জেলা গভর্ণর লায়ন সামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ, আগামী সেবা বর্ষের জেলা গভর্ণর লায়ন কহিনুর কামাল এমজেএফ, সম্মানিত অতিথি ছিলেন প্রথম ভাইস জেলা গভর্ণর লায়ন মোসলেহ উদ্দিন অপু এমজেএফ, দ্বিতীয় ভাইস জেলা গভর্ণর লায়ন কামরুজ্জামান লিটন এমজেএফ।
সম্মেলনে ডেলিগেট সেশনে লিও জেলা সভাপতি হিসেবে লিও দীপ্ত দে এবং সহ-সভাপতি হিসেবে লিও ইরফান উদ্দিন চৌধুরী রনি নির্বাচিত হয়েছে।
কমিটির সেক্রেটারী হিসেবে লিও সিফাতুল ইসলাম সামি, ট্রেজারার হিসেবে লিও সিরাজুল করিম হিরু নির্বাচিত হয়েছেন।
এছাড়া জিএলটি ডিক্ট্রিক্ট কো-অর্ডিনেটর হিসেবে লিও এস এম মেহেদী হাসান নয়ন, জিএমটি ডিক্ট্রিক্ট কো-অর্ডিনেটর হিসেবে লিও রাফিদ মোঃ আহনাফ, জিএসটি ডিক্ট্রিক্ট কো-অর্ডিনেটর হিসেবে মিজানুর রহমান মামুন, আরডি হেড কোয়ার্টার লিও জায়েদ হোসেন, জয়েন্ট সেক্রেটারী লিও প্রিথা পারমিতা রায়, জয়েন্ট ট্রেজারার লিও জয়নুল আবেদীন, ব্র্যান্ডিং চেয়ারপার্সান লিও ইসমাইল বিন আজিজ আলভি, ডিমসি লিও মোঃ আফসার, সিস্টার কো-অর্ডিনেটর লিও সাথী, মাসিক স্যুভেনির চেয়ারম্যান লিও রফিকুল ইসলাম। ডেলিগেইটস সেশন লিও জেলার ২০২৪-২৫ সেবাবর্ষের নবনির্বাচিত কমিটি পাশ হওয়ার পর জেলার সকল ক্লাব ফুলেল শুভেচ্ছা জানান।
জেলা সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ২০২৪-২৫ সেবা বর্ষের কেবিনেট সেক্রেটারী (ডেজিগনেট) লায়ন বেলাল উদ্দিন চৌধুরী, কেবিনেট ট্রেজারার লায়ন মোঃ ইমতিয়াজ ইসলাম পিএমজেএফ, লিও ক্লাবস চেয়ারপার্সন লায়ন বদিউর রহমান বদি, লিও ইয়ুথ এক্সচেঞ্জ চেয়ারপার্সান লায়ন মোঃ শাহজালার এমজেএফ, চলতি সেবা বর্ষের লিও ক্লাব চেয়ারম্যান লায়ন এ কে এম নবিউল হক সুমন, লিও ইয়ুথ এক্সচেঞ্জ চেয়ারম্যান লায়ন শুভা নাজ জিনিয়া এমজেএফ এবং প্রাক্তন জেলা সভাপতি মধ্যে উপস্থিত ছিলেন লায়ন ডাঃ মেজবাহ উদ্দিন তুহিন, লায়ন মামুনুর রশিদ মামুন, লায়ন হেলাল উদ্দিন, লায়ন আবু নাছের রনি, লায়ন আবুল খায়ের, লায়ন মোঃ ওবায়দুর রহমান, লায়ন খলিল উল্লাহ চৌধুরী সাকিব, লায়ন মোঃ সাইফুল করিম আরিফ, লায়ন আফিফা ইসলাম ও সদ্য প্রাক্তন জেলা সভাপতি লিও ইরফান মোস্তফাসহ জেলার লায়ন ও লিও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।