লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি৪ এর আওতাধীন লিও জেলা পরিষদের প্রাক্তন সভাপতিবৃন্দের সংগঠন পাস্ট প্রেসিডেন্ট ফোরাম কর্তৃক বাৎসরিক পিকনিক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ ফেব্রæয়ারী) রাঙ্গামাটির অর্জুন ভিলা রিসোর্টে এ পিকনিক অনুষ্ঠিত হয়।
ফোরাম প্রেসিডেন্ট লায়ন মামুনুর রশিদের নেতৃত্বে আয়োজিত উক্ত পিকনিকে অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেছেন প্রাক্তন সভাপতি যথাক্রমে লায়ন হুমায়ুন কবির, লায়ন নেওয়াজ এ খান রিমন, লায়ন ইউসুফ আলী, লায়ন বদিউর রহমান, লায়ন কামরুল ইসলাম পারভেজ, লায়ন হেলাল উদ্দিন, লায়ন আবু নাছের রনি, লায়ন আনোয়ারুল হক, লায়ন সাইফুল করিম আরিফ, লায়ন শাহরিয়ার ইকবাল ।
পিকনিকে অনুষ্ঠিত বৈঠকে আগামীতে ফ্যামিলী ডে উদযাপনের সিন্ধান্ত গৃহীত হয়। সেই সাথে ধারাবাহিকভাবে আরও বড় পরিসরে পিকনিক আয়োজনে সবাই ঐক্যমত পোষণ করেন।