চট্টগ্রামে জামায়াতের মিছিল থেকে গ্রেপ্তার-৮

চট্টগ্রামে জামায়াত ইসলামীর গণমিছিল থেকে ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে মোহাম্মদপুর এলাকা থেকে পাঁচলাইশ থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের নাম ঠিকানা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পাঁচলাইশ থানার ওসি নাজিম উদ্দীন বলেন, ‘শুলকবহর এলাকা থেকে মিছিলটি বের করে জামায়াত ইসলামী। সেখানে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করা হয়। পরে যাচাই-বাছাই শেষে ৮জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বিনা অনুমতিতে মিছিলের আয়োজন করায় জামায়াত নেতাদের বিরুদ্ধে মামলা রুজু করা হবে।

শুলকবহর মাদ্রাসার সামনে থেকে শুরু হওয়া মিছিলটিতে নেতৃত্ব দেন নগর জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ শাহজাহান। এতে সিনিয়র নায়েবে আমির নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক নুরুল আমিনসহ নগর জামায়াতের নেতারা অংশ নেন।

দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাসহ ১০দফা দাবি আদায়ে দেশব্যাপী বিএনপির সঙ্গে যুগপৎ গণআন্দোলনে নামে জামায়াত। ২৪ ডিসেম্বর দেশের বিভাগীয় শহর ও জেলায় জেলায় গণমিছিল করার ঘোষণা দেয় দলটির আমির। একই দাবিতে বিএনপিও গণমিছিল কর্মসূচি পালন করছে।

আরও পড়ুন