জনগণকে খেলার ভয় দেখিয়ে লাভ নেই : খন্দকার মোশারফ হোসেন

সরকার প্রধানসহ আওয়ামী লীগের নেতা মন্ত্রীরা জণগনকে শুধু খেলার ভয় দেখান। যুগে যুগে দেশে খেলার ভয় দেখিয়ে, মিথ্যা মামলা-হামলা, হুলিয়া, গুম খুন করে কোনো গণতান্ত্রিক আন্দোলন দমানো যায়নি, এবারও যাবে না। বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচী দিয়ে নিজেদের অবস্থান তুলে ধরার পরও নিশিরাতের সরকার কেবল খেলার ভয় দেখান। তারা জণগনের মতের বাইরে গিয়ে কিসের খেলা খেলতে চান তা জানতে চেয়ে বলেন, গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে বিএনপি প্রস্তুত রয়েছে, সুতরাং জুজুর ভয় দেখিয়ে কোনো লাভ হবে না বলে দাবি করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন।

শনিবার (২৪ জুলাই) বিকালে চট্টগ্রাম নগরীতে গণমিছিলপূর্ব এক সমাবেশে তিনি উপরোক্ত মন্তব্য করেন। নগরীর ওয়াসার মোড় থেকে গণমিছিলটি শুরু হয়ে কাজীড় দেউড়ী, নুর আহম্মদ সড়, জুবলী রোড হয়ে আমতল এলাকায় গিয়ে শেষ হয়। মিছিল শুরুর পূর্বে নগরীর ওয়াসা মোড়ে নগর বিএনপি’র আহবায়ক ডাঃ শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল হাশেম বক্করের সঞ্চালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, উত্তর জেলা বিএনপি আহবায়ক গোলাম আকবর খোন্দকার, দক্ষিণ জেলা বিএনপি আহবায়ক আবু সুফিয়ানসহ সিনিয়র নেতৃবৃন্দ।

চট্টগ্রাম উত্তর দক্ষিণ ও মহানগরের যৌথ উদ্যোগে কেন্দ্রীয় এ কর্মসূচীতে পুরো নগরীর জনস্রোতে রূপান্তর হয়। মিছিলের সন্মুখভাগ যখন জুবলী রোড ক্রস করে আমতল পৌঁছে তখনও এর শেষ প্রান্ত আলমাস মোড় পর্যন্ত বিস্তৃত ছিলো।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার মোশারফ হোসেন আরও বলেন, বেগম খালেদা জিয়াসহ গ্রেপ্তারকৃত সকল নেতৃবৃন্দকে অবিলম্বে মুক্তি দিতে হবে। ১০দফা বাস্তবায়ন করে দেশের মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে হবে। অন্যথায় চলমান আন্দোলনকে আরো বেগবান করে সরকারকে দাবি মানতে বাধ্য করা হবে।

আরও পড়ুন