বাঁশখালী ফাউন্ডেশনের ৩১তম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চট্টগ্রামের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন বাঁশখালী ফাউন্ডেশন চট্টগ্রামের ৩১তম মেধাবৃত্তি পরীক্ষা শনিবার (২৪ ডিসেম্বর) বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। এবার সারা বাঁশখালীর বিভিন্ন স্কুল মাদরাসার ৮ শতাধিক শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে।

বাঁশখালী ফাইন্ডেশন’র সভাপতি আলহাজ্ব জামাল মোস্তাফা চৌধুরীর সাথে কেন্দ্র পরিদর্শনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী। এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (চ.দ) ডা. জিয়াউল কাদের, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মো.কামাল উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মামুন, উপজেলা শিক্ষা অফিসার বাঁশখালী মোহাম্মদ নুরুল ইসলাম, বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনতোষ দাশ, বাঁশখালী ফাউন্ডেশন সাবেক সভাপতি অধ্যক্ষ নুরুল আমিন, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মো. ফয়েজুল হক প্রমূখ। নির্বাহী পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন হোসাইন সিকদার, অধ্যাপক মফিজ উদ্দিন, কুতুব উদ্দিন হাসান নূরী, আব্দুল মা’বুদ, আহমদুর রহমান মিঠু, ফেরদৌস আক্তার, অধ্যাপক মিযানুর রহমান, নুরুল হোছাইন, মো. শেহাবউদ্দিন এবং কাজী শাহরিয়ার। বৃত্তি পরীক্ষা শেষে সকল শিক্ষার্থীদের নতুন বছরের ক্যালেন্ডার বিতরণ করা হয়।

আরও পড়ুন