কর্ণফুলী এলিট লায়ন্স ক্লাবের উদ্যোগে সমন্বিত সেবা কার্যক্রম সম্পন্ন

লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর আওতাধীন লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিটের উদ্যোগে সমন্বিত সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ অক্টোবর) সকালে নগরীর রাহাত্তপুর এলাকায় কামালে ইশক-ই মোস্তফা কমপ্লেক্সে অনুষ্ঠিত উক্ত সমন্বিত সেবা কার্যক্রমে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা, বøাড গ্রপিং, মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য খাদ্য সামগ্রী, শিক্ষা সামাগ্রী বিতরণ করা হয়েছে।

কর্ণফুলী এলিট লায়ন্স ক্লাবের সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সেবা কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা গভর্ণর লায়ন শেখ সামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ। এ সময় তিনি বলেন, মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে সুন্দর মুহুর্ত কাটানো সত্যিই সৌভাগ্যের ব্যাপার। কর্ণফুলী এলিট এ সুযোগ করে দেয়ায় তাদেরকে ধন্যবাদ। শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী করে তোলার পাশাপাশি পরিবেশ ও প্রতিবেশ সর্ম্পকে সমস্যক ধারণা দিতে হবে। চোখের যতœ, পরিবেশের যতœ, প্লাষ্টিক বর্জনসহ সচেতনতামূলক নানা কর্মকান্ডে সম্পৃক্ত করে তুলতে হবে। অসহায় সুবিধা বঞ্চিতদের পাশে লায়ন্সের সেবার হাত সবসময় প্রসারিত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উক্ত সেবা কার্যক্রমে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স কেবিনেট সেক্রেটারী লায়ন হাসান মাহমুদ চৌধুরী, আরসি হেড কোয়ার্টার লায়ন হুমায়ুন কবির, কর্ণফুলী এলিট লায়ন্স ক্লাবের সদ্য প্রাক্তন সভাপতি লায়ন মোহাম্মদ ছাফা, কামালে ইশক-ই মোস্তফা কমপ্লেক্সের সেক্রেটারী মো: কায়কোবাদ, মাদ্রাসার প্রিন্সিপাল তাহওয়া মাহমুদ মুকতাদির, কর্ণফুলী এলিট লায়ন্স ক্লাবের প্রাক্তন সভাপতি লায়ন শওকত হাসান খান, লায়ন কামরুজ্জামান লিটন, লায়ন একরাম হোসেন প্রমূখ।

আরও পড়ুন