চট্টগ্রামে লিও জেলার উদ্যোগে মিট দ্য এডভাইজার প্রোগ্রাম সম্পন্ন

লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর আওতাধীন লিও জেলার উদ্যোগে লিও ক্লাব এডভাইজারদের নিয়ে মিট দ্য এডভাইজার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ২১ অক্টোবর) বিকালে চট্টগ্রাম নগরীর লায়ন্স ভবনের হালিমা-রোকেয়া হলে লিও জেলা সভাপতি লিও ইরফান মোস্তাফার সভাপতিত্বে ও সেক্রেটারী ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা গভর্ণর লায়ন শেখ সামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ।

প্রধান অতিথির বক্তব্যে লায়ন্স জেলা গভর্ণর বলেন, লায়ন্সদের সরাসরি তত্ত¡াবধানে সেবা কার্যক্রমে অংশ নিয়ে আজকের তরুণরা নিজেদেরকে আগামীর যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার কাজে মত্ত রয়েছেন। আর লায়ন্স লিওদের এ যৌথ কার্যক্রমকে সফল ও সার্থক করতে প্রধান ভূমিকা রয়েছে লিও ক্লাব এডভাইজারের। তিনি লায়ন-লিওদের মধ্যে সেতুবন্ধনের কাজটি সম্পাদন করেন। তাই লিওদের যথাযথ ও যোগ্য করে গড়ে তুলতে এডভাইজারকে মূখ্য ভূমিকা পালন করতে হবে বলে তিনি জোর দাবি করেন।

লিও ক্লাবস চেয়ারপার্সন লায়ন আনিসুল হক ও ইয়ূথ এক্সচেঞ্জ চেয়ারপার্সন লায়ন নিশাত ইমরানের প্রত্যক্ষ তদারকি ও নির্দেশনায় অনুষ্ঠিত উক্ত আয়োজনে বিশেষ অতিথি ছিলেন দ্বিতীয় ভাইস জেলা গভর্ণর লায়ন কহিনুর কামাল, কেবিনেট সেক্রেটারী লায়ন হাসান মাহমুদ চৌধুরী।

এতে ক্লাব এডভাইজারদের মধ্যে বক্তব্য রাখেন লায়ন হাসিনা খান, লায়ন পলাশ ধর, লায়ন জিনাত কমর খান রিতা, লায়ন শাহাদাত হোসেন, লায়ন মোহাম্মদ বেলাল, লায়ন আমজাদ হোসেন, লায়ন কামাল হোসেন, লায়ন আবু তাহের, লায়ন আশিকুল আলম। উপস্থিত ছিলেন জিএসটি কো-অর্ডিনেটর লায়ন জাহাঙ্গীর মিয়া, লায়ন মামুনুর রশিদ চৌধুরী, লায়ন কাশেম শাহ, লিও জেলার সহ-সভাপতি লিও সাদিফ, টেজ্রারার শওকত হোসেন প্রমূখ।

আরও পড়ুন