প্রতিষ্ঠার ৩৮ বছর প‚র্তিতে দৈনিক পূর্বকোণকে শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করেছেন শুভাকাঙ্খীরা। তাঁরা বলেছেন, সত্য তথ্য পরিবেশনের মাধ্যমে দৈনিক প‚র্বকোণ এখন জীবনধারার অংশ। ৩৮ বছর ধরে পাঠক দৈনিক প‚র্বকোণের ওপর আস্থা রেখেছেন, এটাই সংবাদমাধ্যমটির বড় অর্জন।
শনিবার (১০ ফেব্রæয়ারী) দৈনিক প‚র্বকোণ ৩৮ বছর প‚র্তি ও ৩৯ এ পদার্পণ অনুষ্ঠানে দৈনিক প‚র্বকোণের কার্যালয়ে আসেন পাঠক, বিশিষ্ট ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাঁরা ফুল, কেক ও মিষ্টি নিয়ে এসে শুভেচ্ছা জানান।
এদিন পূর্বকোণ কার্যালয়ে এসে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান এম জহিরুল আলম, বিজিএমইএ ফ্যাশন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ওবায়দুল করিম, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক গোলাম আকবর খন্দকার, জেলা পুলিশ সুপার সফিউল্লাহ, ক্যাডেট কলেজ ক্লাব প্রেসিডেন্ট এম সাইফুল ইসলাম, সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়, ওয়াসার এমডি প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ।
এ সময় তারা বলেন, পূর্বকোণ মানুষের আস্থা এবং বিশ^াসের জায়গায় শক্তপোক্ত অবস্থান তৈরী করতে সক্ষম হয়েছে। তাদের সফলতা অব্যাহত থাকুক, আগামীতে আরও নতুন নতুন অর্জন যুক্ত হোক। সত্যনিষ্ঠ সাংবাদিকতায় পূর্বকোণ হোক অন্যদের জন্য অনুকরণীয়।