জমকালো আয়োজনে চট্টগ্রামে দৈনিক আজকের পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

জমকালো আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামে দৈনিক আজকের পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) র‌্যালী, আলোচনা সভা, কেক কাটাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। সকালে শোভাযাত্রা শেষে চট্টগ্রাম প্রেস ক্লাবে কেক কাটা ও আলোচনা সভায় বক্তারা পত্রিকাটির সার্বিকসফলতা ও অগ্রযাত্রা কামনা করেন।

পত্রিকাটির চট্টগ্রাম ব্যুরো প্রধান সবুর শুভ’র সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড.ইফতেখার উদ্দিন চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহউদ্দিন মোঃ রেজা, সাবেক সভাপতি আলী আব্বাস, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. ফয়সল মাহমুদ

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক , প্রেস ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট চৌধুরী ফরিদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, সাবেক সভাপতি মোস্তাক আহমেদ, চট্টগ্রামের জেলা পিপি এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ পরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়া, পেশাজীবী নেতা সাংবাদিক জাহিদুল করিম কচি, চট্টগ্রাম প্রেস ক্লাবের সহসভাপতি মঞ্জুর কাদের মঞ্জু, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ সোহেল সরওয়ার, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের যুগ্ন সম্পাদক দৈনিক কালবেলার ব্যুরো প্রধান সাইদুল ইসলাম, অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম, আমাদের সময় পত্রিকার ব্যুরো প্রধান হামিদ উল্লাহ, বিজনেস স্ট্যান্ডার্ডের ব্যুরো প্রধান শামসুদ্দিন ইলিয়াস, বণিক বার্তার ব্যুরো প্রধান রাশেদ এইচ চৌধুরী প্রমুখ।

এতে বক্তারা বলেন, অল্প সময়ে আজকের পত্রিকা পাঠকের আস্থা অর্জন করেছে। বেশকিছু আলোচিত রিপোর্ট করে মানুষের মনে জায়গা করে নিয়েছে। মাত্র দুই বছরেই এই পত্রিকা শক্ত ভিতের উপর প্রতিষ্ঠিত হয়েছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন