চট্টগ্রাম-১৫ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব সিআইপি রবিবার (১০ ডিসেম্বর) বিকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এই সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ সম্পাদক সন্তোষ কুমার মল্লিক, সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, এওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ছালেহ, সামুশুল ইসলাম, মোহাম্মদ দিনার, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক মোহাম্মদ রিয়াত, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি নির্ঝর বড়ুয়া জয় প্রমূখ।
এ সময় নেতৃবৃন্দ বিশেষ মোনাজাতে বঙ্গবন্ধুসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং আসন্ন নির্বাচনে কামিয়াব হতে মহান রবের দরবারে দোয়া করেন।