আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি হলেন চবির হামিদ হাসান
বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের (বাআবিঅফ) কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মনোনীত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ হামিদ হাসান নোমানী।
শনিবার (২৯ জুলাই) বিকেলে আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২২ জুলাই সবার সম্মতিতে আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও মহাসচিব নির্বাচন করা হয়। এরপর ২৯ জুলাই বর্তমান সভাপতি ও মহাসচিব, সাবেক সভাপতি ও মহাসচিব এবং নির্বাচন কমিশনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।