সীতাকুণ্ডে হাত পা বাধা অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
চট্টগ্রাম সীতাকুণ্ডের বারআউলিয়া হাইওয়ে রাস্তার ব্রীজের পাশে হাত-পা বাধা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৩০ জুলাই) সকাল ৮ টার দিকে বার আউলিয়া হাইওয়ে থানার সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
পরে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
রবিবার সকালে বার আউলিয়া হাইওয়ে থানার সামনে মহাসড়কের পাশে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি টিম লাশটি উদ্ধার করার পর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
সীতাকুণ্ড মডেল থানার ওসি তোফায়েল আহমেদ জানান, রবিবার (৩০ জুলাই) সকালে বারআউলিয়া মহাসড়কের পাশে হাত পা বাধা অবস্থায় অজ্ঞাত যুবকের লাশ পড়ে আছে বলে জানতে পেরে সঙ্গে সঙ্গে টহল পুলিশ পাঠাই। লাশের সুরতহাল তৈরী করে ময়না তদন্তের জন্য চমেক মর্গে প্রেরণ করা হয়েছে।