কক্সবাজারের কুতুবদিয়া উপজেলাধীন কৈয়ারবিল ইউনিয়ন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী-(সিপিপি)র কমিটি গঠন করা হয়েছে।
এতে কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের সদস্য মীর কাশেমকে ইউনিয়ন টিম লিডার,ডেপুটি টিম লিডার হিসেবে সাংবাদিক আবুল কাশেম ও মহিলা ডেপুটি টিম লিডার হিসেবে শিরিন আকবতার নির্বাচিত হন।
বুধবার সকালে উপজেলা সিপিপি কার্যালয়ে উপজেলা সিপিপির সহকারী পরিচালক কে.এম মাহাতাবুল বারী’র সভাপতিত্বে কৈয়ারবিল ইউনিয়ন সিপিপির টিম লিডার নির্বাচন অনুষ্ঠিত হয়। উপস্থিত ইউনিট টিম লিডারদের সর্বসম্মতিক্রমে মীর কাশেমকে ইউনিয়ন সিপিপির টিম লিডার নির্বাচিত করা হয়।
এসময় কৈয়ারবিল ইউনিয়নের সিপিপির টিম লিডারদের মধ্যে ইউপি চেয়ারম্যান আজমগীর মাতবর, মনোয়ারুল ইসলাম চৌধুরী মুকুল, মীর কাশেম,আমান উল্লাহ, মামুনুল ইসলাম, মোঃ রাসেল বড়ঘোপ ইউনিট টিম লিডার মোজাম্মেল উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৯ জুন কৈয়ারবিল ইউনিয়নের ৭টি ইউনিটের কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের পর কৈয়ারবিল ইউনিয়ন সিপিপির ডেপুটি টিম লিডার হিসেবে সাংবাদিক আবুল কাশেম ও মহিলা ডেপুটি টিম লিডার হিসেবে শিরিন আকতার নির্বাচিত হন।