শানে সাহাবা খতিব কাউন্সিল কুতুবদিয়া উপজেলা শাখা কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বড়ঘোপ হোটেল সমুদ্র বিলাস হলরুমে শানে সাহাবা খতিব কাউন্সিলের মতবিনিময় সভা বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা বাহাউদ্দিন নকশবন্দীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও জেলা শাখার সভাপতি শায়ক হারুন কুতুবী।
মতবিনিময় সভা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওলানা ইউনুছ কুতুবীর সঞ্চালনায় উক্ত আলোচনা সভা কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক হাফেজ মাওলানা রিয়াদ হায়দার জেলা শাখার সাধারণ সম্পাদক শাকের উদ্দিন ইউনুছী,জেলার সহ-সভাপতি মাওলানা আরিফ উল্লাহ, মাওলানা হাফিজ উদ দৌলাহ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে সবার মতামতের ভিত্তিতে হাফেজ মাওলানা আলিমুল হক চৌধুরী ও মাওলানা বাহারউদ্দিন নকশবন্দীকে উপদেষ্টা করে একটি কমিটি গঠিত হয়।
কমিটিতে মাওলানা সিরাজ কুতুবী সভাপতি, মাওলানা মনজুর মোর্শেদ সহ-সভাপতি, হাফেজ মাওলানা ইউনুছ কুতুবী সাধারণ সম্পাদক, আবদুল্লাহ আল কুতুবী সহ-সাধারণ সম্পাদক, মাওলানা ফয়জুল আজিজ সাংগঠনিক সম্পাদক, মাওলানা শাহ আলম সহ-সাংগঠনিক সম্পাদক, কুতুবউদ্দিন কুতুবী অর্থ সম্পাদক, আবদুল্লাহ সাহেব সহ-অর্থ সম্পাদক, আবদুল হামিদ আইন সুরক্ষা সম্পাদক, এইচ এম তামিম প্রচার সম্পাদক করা হয়।
শানে সাহাবা খতিব কাউন্সিল ইমাম ও মুয়াজ্জিনদের অধিকার আদায়ে কাজ করবে বলে জানান।