দোহাজারী পৌরসভার উন্নয়ন প্রকল্প পরিদর্শনে পৌর মেয়র লোকমান হাকিম

চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় চলমান প্রকল্পের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন পৌরসভার নবনির্বাচিত মেয়র আলহাজ্ব মোহাম্মদ লোকমান হাকিম।

রবিবার (৩০ জুলাই) দিনব্যাপী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে এডিপির আওতায় ‘আহমদ হোসেন আলকাদেরীর বাড়ি সংলগ্ন তেয়ারি দিঘীর পাড় মসজিদ এবং মাদ্রাসা সড়কে ১৮৫ মিটার আরসিসি ঢালাই দ্বারা উন্নয়ন কাজ’, ৭ নম্বর ওয়ার্ডে গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় ‘দোহাজারী রেললাইন থেকে হাজারী পুকুর হয়ে মতিউর রহমান শাহ মাজার পর্যন্ত ৬৫০ মিটার আরসিসি ইউ ড্রেইন নির্মাণ কাজ’, ‘পূর্ব দোহাজারী জামে মসজিদ থেকে জাবেদের দোকান হয়ে সাঙ্গু নদী পর্যন্ত ৬১৭ মিটার আরসিসি ইউ ড্রেইন নির্মাণ কাজ, ৮ নম্বর ওয়ার্ডে বিশ্ব ব্যাংকের অর্থায়নে কোভিড-১৯ প্রকল্পের আওতায় ‘আনচর আলীর খামারের পশ্চিম পাশ থেকে বড়ুয়া পাড়া সড়ক পর্যন্ত ২২৮ মিটার আরসিসি ঢালাই দ্বারা উন্নয়ন কাজ’, ৯নম্বর ওয়ার্ডে বিশ্ব ব্যাংকের অর্থায়নে ‘তপোবন আশ্রম গেইট থেকে বড়ুয়া পাড়া সড়ক পর্যন্ত ২০৪ মিটার আরসিসি ঢালাই দ্বারা উন্নয়ন কাজ’ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে পৌরসভার সহকারী প্রকৌশলী মো. নাঈম উদ্দিন উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে পৌর মেয়রকে অবগত করেন এবং প্রকল্প এলাকা ঘুরে দেখান। পরিদর্শন কালে কাজের গুণগত মাণ বজায় রেখে চলমান কাজগুলো নির্দিস্ট সময়ে শেষ করার পরামর্শ দেন তিনি। এছাড়া ড্রেইন নির্মাণ কাজ পরিদর্শনকালে বিভিন্ন যায়গায় যে প্রতিবন্ধকতা রয়েছে সেগুলো অপসারণে প্রকৌশল বিভাগকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন নবনির্বাচিত পৌর মেয়র আলহাজ্ব মোহাম্মদ লোকমান হাকিম।

এসময় তিনি বলেন, “শেখ হাসিনার সরকার অবকাঠামো উন্নয়ন জনগণের দোড়গোড়ায় পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে। দোহাজারী পৌরসভার বাসিন্দাদের জীবন মান উন্নয়নের জন্য সকল সেবা নিশ্চিত করতে চেষ্টা চালিয়ে যাবো। বিভিন্ন প্রকল্পের আওতায় চলমান সকল কাজ স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে নির্দিস্ট সময়ে মধ্যে শেষ করতে আপ্রাণ চেষ্টা করবো। এজন্য প্রকৌশল বিভাগ ও সংশ্লিষ্ট ঠিকাদারকে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেওয়া হবে।”

পরিদর্শন কালে তাঁর সাথে ছিলেন ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোহাম্মদ আলমগীর, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর চিত্ত রঞ্জন বিশ্বাস, ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাং নাজিম উদ্দীন, উপসহকারী প্রকৌশলী তিলকানন্দ চাকমা, ঠিকাদার এসএম ইউসুফ, বাদশা মিয়া, এহছান বেগ, মোবারক হোসেন প্রমূখ।

আরও পড়ুন