কক্সবাজারের কুতুবদিয়ায় ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মীদের সর্ববৃহৎ সংগঠন কুতুবদিয়া সাংস্কৃতিক পরিষদের নতুন কমিটি গঠিত হয়েছে। পূর্বের কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিটি গঠন উপলক্ষে সোমবার বিকালে উপজেলা কর্মচারী ক্লাবে কুতুবদিয়া সাংস্কৃতিক পরিষদের সভাপতি মোঃ আতিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুল হকের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় কুতুবদিয়া সাংস্কৃতিক পরিষদের সকল নেতৃবৃন্দ উপস্থিত থেকে তাদের মতামত ব্যক্ত করেন। সকল সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী ২ বছরের জন্য নতুন কমিটি গঠিত হয়।
নতুন কমিটিতে আতিকুর রহমানকে পুনরায় সভাপতি ও মোহাম্মদ জকরিয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
উক্ত কমিটিতে মুজিবুল হক ও মোঃ জসিম উদ্দিন সিকদার সহ-সভাপতি, তাসলিমা জান্নাত সেলিনা যুগ্ম সাধারণ সম্পাদক, মোস্তান মাহমুদ সাংগঠনিক সম্পাদক, আবদুল মান্নান অর্থ সম্পাদক, জিয়াবুল হক প্রচার সম্পাদক, আবু সিদ্দিক রিপন দপ্তর সম্পাদক, মোঃ রশিদ বাদশা ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, আনজুমান আরা নাজমা মহিলা বিষয়ক সম্পাদক, তৌহিদুল ইসলাম নাহিদকে আপ্যায়ন সম্পাদক করা হয়।
এছাড়া মোহাম্মদ এরশাদ, মোঃ সাহাব উদ্দিন, শফিকুর রহমান মানিক, আবদুর রশিদ, পার্থ দাশকে সদস্য মনোনীত করা হয়।