দোহাজারীতে নবাগত পৌর প্রশাসক মাহমুদা বেগমের মতবিনিময়
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার স্থানীয় সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমাণ্য ব্যক্তিবর্গের সাথে দোহাজারী পৌরসভার নবাগত প্রশাসক ও চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগমের পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে পৌর প্রশাসকের কার্যালয়ে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক এম.বাবর আলী ইনু, দোহাজারী পৌরসভা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আবদুল শুক্কুর, দোহাজারী প্রেস ক্লাবের সভাপতি এম এ রাজ্জাক রাজ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বাবলু, সহ-সভাপতি এম.ফয়েজুর রহমান, সাবেক দোহাজারী ইউ.পি চেয়ারম্যান আবদুল্লা আল নোমান বেগ, দোহাজারী হাজারী শপিং সেন্টার ব্যবসায়ী সমিতির সভাপতি লোকমান হাকিম, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক একেএম বাদশা, সহায়ক সদস্য যথাক্রমে মো. শাহ্ আলম, এসএম জামাল উদ্দিন, জাহাঙ্গীর আলম, নাজিম উদ্দীন, মহিউদ্দীন, মো. ইয়াছিন, রাজিয়া সুলতানা, উম্মে সালমা, মমতাজ বেগম লিলি, হাজারী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. নাজিম উদ্দীন, গ্লোবাল ইসলামি ব্যাংক দোহাজারী শাখা ব্যবস্থাপক আহমদুর রহমান, এক্সিম ব্যাংক দোহাজারী শাখা ব্যবস্থাপক এএনএম নাসির উদ্দীন, সাবেক জাতীয় ফুটবলার শওকত খান, খানপ্লাজা ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ডা. আব্দুর রহমান, আবুল কাশেম লেদু চেয়ারম্যান ফাউন্ডেশন সাধারণ সম্পাদক কবি জাহাঙ্গীর আলম, হাজারী বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, হাজারী বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি বাদশা মিয়া, হাজারী টাওয়ার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওয়াসিম উদ্দিন, হাজারী শপিং সেন্টার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মুহিম বাদশা, খান প্লাজা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সুমন, দোহাজারী জামিজুরী বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক বিষ্ণু যশা চক্রবর্তী, দোহাজারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল কৃষ্ণ ঘোষ, দিয়াকুল নবরত্ন বিহার সাধারণ সম্পাদক নয়ন কান্তি বড়ুয়া, ব্যবসায়ী নেতা মামুনুল ইসলাম, আ.লীগ নেতা মিলন ধর, ছাবের আহমদ, মুহাম্মদ হেলাল উদ্দীন, মিজানুর রহমান মিন্টু, বন্ধন বড়ুয়া, আকবর আলী, দক্ষিণ জেলা ছাত্রলীগ সদস্য জাহেদুল ইসলাম নয়ন, ঠিকাদার মো. ইউসুফ, খোরশেদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহসিন, সহকারী প্রকৌশলী মো. নাঈম উদ্দিন, উপসহকারী প্রকৌশলী তিলকানন্দ চাকমা, উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) তন্ময় চাকমা, হিসাব রক্ষক জাহাঙ্গীর আলম, লাইসেন্স পরিদর্শক বিধান বড়ুয়া, কর আদায়কারী মিজানুর রহমান, কনজারভেন্সি ইন্সপেক্টর জমির উদ্দিন, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা কামাল হোসেন, টিকাদান কর্মকর্তা আইভিন আফরোজা প্রমুখ।
মতবিনিময়কালে দোহাজারী পৌরসভার বিভিন্ন সমস্যা ও নাগরিক দুর্ভোগ লাঘবের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আশ্বাস দেন পৌর প্রশাসক মাহমুদা বেগম। তাঁকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন উপস্থিত ব্যক্তিবর্গ। এর আগে নবাগত প্রশাসক মাহমুদা বেগমকে ফুল দিয়ে বরণ করেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।