দোহাজারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ সামশুল আলমকে পৌরসভার আর্থিক সহায়তা প্রদান

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ৮নং ওয়ার্ডের ময়নার বাপের পাহাড় সংলগ্ন এলাকায় অগ্নিকান্ডে বসতঘরসহ সব হারিয়ে নিঃস্ব কৃষক সামশুল আলমকে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। পৌরসভার পক্ষ থেকে আর্থিক এ সহায়তার অনুদানের চেক প্রদান করা হয়।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে নিজ কার্যালয়ে কৃষক সামশুল আলমের হাতে অনুদানের চেক তুলে দেন দোহাজারী পৌরসভার প্রশাসক ও চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহসিন, সহকারী প্রকৌশলী মো. নাঈম উদ্দিন, হিসাব রক্ষক জাহাঙ্গীর আলম, লাইসেন্স পরিদর্শক বিধান বড়ুয়া, কর আদায়কারী মিজানুর রহমান, কনজারভেন্সি ইন্সপেক্টর জমির উদ্দিন প্রমূখ।

উল্ল্যেখ্য, শুক্রবার (১৭ ফেব্রæয়ারি) দুপুরে দোহাজারী পৌরসভার ৮নং ওয়ার্ডের গাজী শাহ মাজার সংলগ্ন এলাকায় রান্নাঘরের চুলা থেকে আগুন লেগে মৃত রমিজ আলমের ছেলে সামছুল আলমের বসতঘর আগুনে পুড়ে ব্যাপক ক্ষতিসাধন হয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছিলেন তাঁরা। খবর পেয়ে পরদিন সকালে ঘটনাস্থলে ত্রাণ সামগ্রী (চাউল) ও কম্বল পাঠান দোহাজারী প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম।

আরও পড়ুন