চট্টগ্রামের বাঁশখালীতে অগ্নিকান্ডে দুই বসতঘরের সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। এতে ক্ষতিগ্রস্থ হয় ছয়টি পরিবার। ক্ষয়ক্ষতির পরিমাণ ১৪ লক্ষাধিক বলে জানান ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন।
শুক্রবার সকাল সাড়ে আটটার সময় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে উপজেলার সরল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাহারঘোনা গ্রামের লকিয়া বাপের বাড়িতে।
আতিক উল্লাহর বসতঘরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়। এ ঘটনায় দুটি আধাপাকা ঘরের সর্বস্ব পুড়ে যায়।
এ ঘটনায় ক্ষতিগ্রস্থরা হলেন ওই এলাকার মৃত মাহমুদুল্লাহর পুত্র মো. আতিক উল্লাহ, মো. শহিদুল ইসলাম, তৌহিদুল ইসলাম, রায়হান উদ্দিন, মৃত বদিউর রহমানের পুত্র মো. আব্দুর রহিম বক্স, আব্দুল করিম।
বাঁশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ মো. আযাদুল ইসলাম বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা দ্রুতই ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনি। এ ঘটনায় দুটি বসতঘরের সর্বস্ব পুড়ে যায়। এতে ছয়টি পরিবার ক্ষতিগ্রস্থ হয়। একটি ঘরে প্রথম চারটি পরিবার বসবাস করতো এবং দ্বিতীয় ঘরটিতে শেষ দুজন বসবাস করতো।