দোহাজারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন পৌর মেয়র লোকমান হাকিম

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বেগম বাজার এলাকায় গত বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পাঁচটি পরিবারকে পৌরসভার পক্ষ থেকে ৩৪ হাজার টাকা আর্থিক সহায়তা দেয়া হয়েছে।

মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারের হাতে সহায়তার চেক তুলে দেন পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগ সদস্য আলহাজ মোহাম্মদ লোকমান হাকিম।

এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মাওলানা মোহাং নাজিম উদ্দীন, আলহাজ মোহাম্মদ আলমগীর, মহিলা কাউন্সিলর রাজিয়া সুলতানা রাজু, পৌর নির্বাহী কর্মকর্তা মো. শামসুদ্দিন, হিসাব রক্ষক জাহাঙ্গীর আলম, সমাজ সেবক কামাল হোসেন, পৌর যুবলীগ যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম সুমন, ব্যবসায়ী আব্দুল আজিজ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন