রাউজানে সড়ক দুর্ঘটনায় ৩ পুলিশসহ আহত ৫

চট্টগ্রামের রাউজানে পুলিশ ভ্যানের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩পুলিশসহ ৫জন আহত হয়েছেন। বুধবার (২৮ ডিসেম্বর) দুপুর ২টার দিকে রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের ফকির তকিয়া এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাঙামাটি থেকে পুলিশ ভ্যান (ঢাকা মেট্রো ইউ ১৪- ২১২৪) যোগে উত্তরা ব্যাটালিয়নে যাওয়ার পথে ইটবাহী ট্রাকের (রাঙামাটি ন-০২-০০১০) সংঘর্ষ হয়। এতে পুলিশের সাব ইন্সপেক্টর ফারুক, মান্নান, পুলিশের ভ্যান চালক পুলিশ সদস্য মাসুদ গুরুতর আহত হন। একই সঙ্গে পুলিশের গাড়িতে থাকা মো. শামীম ও ১ ট্রাক শ্রমিক আহত হয়েছেন।

ট্রাক চালক বাবর বড়ুয়া বলেন, আমি ইট নিয়ে একটি মাদরাসায় যাওয়ার পথে পুলিশের একটি দ্রæতগামী ভ্যান জোরে ধাক্কা দেয়। এতে পিংকসিটির দেওয়ালের একটি পিলার ভেঙে গেছে। ৩ পুলিশ সদস্যসহ ৫জন আহত হয়েছে। পুলিশ ভ্যান ও ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে।

রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আজম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায় রাউজান থানা পুলিশ। তারা ঘটনাস্থলে যাওয়ার আগেই আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গাড়ি দুটি বর্তমানে ঘটনাস্থলে রয়েছে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন