পুলিশের ধাওয়া খেয়ে বালুবাহী ট্রাকে সিএনজির ধাক্কা, চালকসহ সিএনজি পুড়ে ছাই

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়ীয়া কলঘর এলাকায় মাজার পয়েন্ট সেতুর দক্ষিণ প্রান্তে ট্রাফিক পুলিশের চেকপোস্টে পুলিশের ধাওয়া খেয়ে পালাতে গিয়ে বালুবাহী ট্রাকের সাথে সংঘর্ষে সিএনজি বিস্ফোরিত হয়। এসময় গাড়িতে থাকা চালক পুড়ে ছাই হয়ে যায়।

নিহত চালক সাতকানিয়া উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের ইছামতী আলী নগর এলাকার মৃত মফিজুর রহমানের ছেলে দুই সন্তানের জনক মোঃ সবুর (৩৭)।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহর ও যানবাহন শাখার দোহাজারী ট্রাফিক পুলিশের একটি দল প্রতিদিনের মতো সোমবার (২৫ মার্চ) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চেকপোস্ট বসিয়ে সিএনজি অটোরিকশা আটক অভিযান চালায়। এসময় ওই সিএনজিটিকে থামার সংকেত দিলে জরিমানার হাত থেকে বাঁচতে দ্রুতগতিতে পালাতে থাকে। এসময় একদল পুলিশ সিএনজিটির পিছু নিলে সামনে থাকা বালুবাহী ট্রাকের সাথে সিএনজিটির সংঘর্ষ হয়। সিএনজিতে থাকা মহিলা যাত্রী ও চালক প্রথম দফায় বেরিয়ে গেলেও পরবর্তীতে চালক সিএনজিটি নিয়ে পালাতে গেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গাড়িতে থাকা চালক পুড়ে ছাই হয়ে যায়।

এসময় জনগণের ধাওয়া খেয়ে চেকপোস্টে থাকা পুলিশদলও পালিয়ে যায়। এঘটনায় ক্ষুব্ধ চালক ও স্থানীয় জনতা গাছের গুড়ি ফেলে মহাসড়ক অবরোধ করে। ফলে দুপুর সাড়ে তিনটা থেকে অদ্যাবধি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ঘন্টাব্যাপী যানচলাচল বন্ধ থাকে। পরে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ ওবায়দুল ইসলামের প্রচেষ্টায় যানচলাচল স্বাভাবিক হয়।

ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন এবং পুড়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশাটি অপসারণ করেন।

চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম ও সহকারি পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মোঃ সোহানুর রহমান সোহাগ ঘটনাস্থল পরিদর্শন করেন।

আরও পড়ুন