বোয়ালখালীতে হেলাল খুনের অভিযোগে গ্রেপ্তার-৩

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় সিএনজি অটোরিকশা চালক হেলাল উদ্দীন হত্যার সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (৫ ডিসেম্বর) রাতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের তিন জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, বোয়ালখালী উপজেলার পশ্চিম শাকপুরা এলাকার মো.মনু মিয়ার ছেলে মোহাম্মদ বখতিয়ার (২৭), একই এলাকার মো. শফিকের ছেলে মো. ইলিয়াস (৩৫) ও বোয়ালখালীর মধ্যম শাকপুরার মৃত আহমেদ ছফার ছেলে মনির আহম্মদ প্রকাশ মেহেরাজ (২৬)।

র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্ণেল এম এ ইউসুফ বলেন, প্রতিহিংসা পরায়ণবশত প্রতিশোধ নেয়ার উদ্দেশ্যে হেলালকে খুন করা হয়। ২৯ নভেম্বর সন্ধ্যায় ইলিয়াস হেলাল উদ্দিনকে তার সিএনজি কেনা-বেচার উদ্দেশ্যে কথা বলার জন্য বোয়ালখালী পৌরসভার সিওঅফিস সংলগ্ন একটি সিএনজি স্টেশনে আসতে বলে। হেলাল উদ্দিন ওই জায়গায় ইলিয়াসের সাথে দেখা করে। ইলিয়াস হেলালের সিএনজিসহ তাকে নিয়ে সিএনজি কেনার কথা বলে উপজেলার আমুচিয়া ইউনিয়নের পোস্ট অফিস সড়ক থেকে একটু ভিতরে দুর্গম এলাকার একটি খালি জায়গায় নিয়ে যায়। আরও একটি সিএনজি নিয়ে তার অপর সহযোগী বখতিয়ার ও মেহেরাজ হেলাল উদ্দিনের সিএনজির পিছন পিছন তাদের কাছে উপস্থিত হয়। এরপর মিস্ত্রী ইলিয়াস হেলালকে কিল-ঘুষি ও লাথি মারতে থাকে। বখতিয়ার কাঠের লাঠি দিয়ে হেলাল উদ্দিনের মাথায় আঘাত করে ও মেহেরাজ তাৎক্ষণিকভাবে তার সাথে থাকা ছুরি দিয়ে পিঠে ছুরিকাঘাত করে। এতেও ক্ষান্ত না হয়ে ইলিয়াস সিএনজি থেকে হাতুড়ি নিয়ে এসে হেলালের মাথায় উপুর্যপরি আঘাত করে এবং মৃত্যু নিশ্চিত করে ইলিয়াস হেলালের সিএনজি নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে ইলিয়াসের দুই সহযোগী বখতিয়ার ও মেহেরাজ মিলে লাশটি পাশের একটি ধানি জমির উপর রেখে পালিয়ে যায়।

এ ঘটনায় আসামীদের গ্রেপ্তারে র‌্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে। তারই ধারাবাহিকতায় রাতে নগরীর শাহ আমানত ব্রীজ এলাকা থেকে মোহাম্মদ বখতিয়ারকে গ্রেপ্তার করা হয়। এরপর চাকতাই এলাকা থেকে হত্যার মূল পরিকল্পনাকারী মো: ইলিয়াসকে এবং বোয়ালখালী পৌরসদরের মীরপাড়া থেকে মনির আহম্মদ প্রকাশ মেহেরাজকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিদের বোয়ালখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য,নিহত সিএনজি অটোরিকশা চালক হেলালের বাড়ি নেত্রকোণা জেলার পূর্বধূলার নিজহোগলা গ্রামে। হেলাল দীর্ঘদিন ধরে চট্টগ্রামের বোয়ালখালীর জামদারহাট এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করতো। শনিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় বোয়ালখালী উপজেলার ৯নং আমুচিয়া ইউনিয়নের হক খালের পশ্চিমে আডর বিলে স্থানীয় এক কৃষক ধান কাটতে গেলে হেলালের লাশ দেখতে পায়। পরে স্থানীয়দের সহযোগিতায় বোয়ালখালী থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তার লাশ উদ্ধার করে।

আরও পড়ুন