রাউজানের খুনী এনাম কুমিল্লায় গ্রেপ্তার
বউকে খুনকে পালিয়ে যাওয়ার সময় মোঃ এনাম নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার হওয়া এনাম (৩০) চট্টগ্রাম জেলার রাউজান থানার পূর্বটিলা জানিপাথর এলাকার জাবেদ আলীর ছেলে। সোমবার (৯ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, প্রেমের সম্পর্কের পর নুরজাহান মনির (২১) সঙ্গে ৪ বছর আগে এনামের বিয়ে হয়। তাদের সংসারে ৩ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকে নানা অজুহাতে এনাম তার স্ত্রীকে নির্যাতন করতেন। দ্বিতীয় বিয়েতে না রাজি হওয়ার জন্য স্ত্রীকে তিনি চাপ দিতে থাকেন। গত ১ অক্টোবর পারিবারিক কলহের জেরে এনাম তার স্ত্রীকে গলার ওড়না দিয়ে পেচিয়ে দিয়ে হত্যা করে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে এনামকে একমাত্র আসামি করে রাউজান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
চট্টগ্রাম র্যাবের সিনিয়র সহকারী পরিচালক মোঃ নুরুল আবছার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এনাম জানিয়েছেন, ওমানে তার সঙ্গে ১০-১৫ জন অবিবাহিত মেয়ের সম্পর্ক ছিল। দেশে ফিরে তিনি দ্বিতীয় বিয়ের জন্য স্ত্রীকে চাপ দিতেন। কিন্তু রাজি না হওয়ায় একপর্যায়ে তাকে হত্যা করেন।