কুতুবদিয়ায় বৃক্ষ নিধনের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

কক্সবাজারের কুতুবদিয়ায় সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন চলছে। বৃক্ষ নিধন বন্ধের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কুতুবদিয়া উপজেলা শাখা। মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে কুতুবদিয়া মহিলা কলেজ সংলগ্ন গাছকাটার স্থানে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

উক্ত মানববন্ধনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কুতুবদিয়া উপজেলা শাখার সভাপতি এম শহীদুল ইসলাম, সহ-সভাপতি মাস্টার আমিনুল হক, সাধারণ সম্পাদক আবুল কাশেম, সদস্য শাহেদুল মনির, মোঃ ইমতিয়াজ, হাছান মাহমুদ সুজন, হাফেজ আব্দুল মালেক, মোঃ সোহেল, মোঃ দাউদ, মোঃ পারভেজ, মোঃ শাখাওয়াত,মোঃ মামুন,মোঃ সাদ্দাম এবং ভুক্তভোগী নুরুল আলম বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন,দ্বীপ উপজেলা কুতুবদিয়া জাতীয় গ্রীড লাইনের বিদ্যুতের আলোতে আলোকিত হোক সেটা আমরাও চাই। তবে, পরিবেশ প্রাণ প্রকৃতি এবং জীববৈচিত্র্য ধ্বংশ করে নয়। মাননীয় প্রধানমন্ত্রী স্বয়ং বলেছেন পরিবেশ-প্রতিবেশ বিধ্বংসী কোন প্রকল্পসহ কোন উন্নয়ন যেন না হয় সে হিসেবে বাপা ও পরিবেশ প্রাণ প্রকৃতি এবং গাছ না কেটে পরিকল্পিতভাবে বিদ্যুতের লাইন সঞ্চালন করার আহবান জানান ।

বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের সংকটকালে বিদ্যুতের নামে ১২’শ গাছ কাটা হলে দ্বীপবাসী মারাত্মকভাবে ঝুঁকিতে পড়বে তাই পরিবেশ-প্রতিবেশ রক্ষা করে বিদ্যুতায়নের দাবী রাখেন কর্তৃপক্ষের নিকট।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যা বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কুতুবদিয়া উপজেলা শাখার নেতৃবৃন্দকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে আশ্বাস দেন।

উক্ত মানববন্ধনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কুতুবদিয়া উপজেলা শাখার নেতৃবৃন্দসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন