বাঁশখালীতে ৫হাজার ইয়াবাসহ গ্রেপ্তার-১
গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৫হাজার পিস ইয়াবাসহ তারেক হোসেন (২৮) নামক এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার সময় বাঁশখালী প্রধান সড়কের পুঁইছড়ি ইউনিয়নস্থ দক্ষিণ পুঁইছড়ি এলাকার ফুটখালী ব্রীজের দক্ষিণ পাশে পাকা রাস্তার ওপর এ অভিযান পরিচালিত হয়।
এ সময় হাতে নাতে ৫হাজার পিস ইয়াবাসহ তারেককে গ্রেপ্তার করে থানা পুলিশের আভিযানিক একটি টিম।
গ্রেপ্তার হওয়া তারেক হোসেন লোহাগাড়া থানাধিন পদুয়া ইউনিয়নের পদুয়া ফরিয়াদেরকুল এলাকার ৭ নম্বর ওয়ার্ডের মো. ইউনুছের পুত্র।
বাঁশখালী থানা পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের তারেক হোসেন নামে ওই যুবককে ৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এই মামলা রুজু পূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।