হাটহাজারীতে জাগরণের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার রেলস্টেশন সংলগ্ন স্থানে অবস্থিত জাগরণের উদ্যোগে ১শত জনের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় জাগরণের কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান উপলক্ষ্যে আলোচনাসভা জাগরণের সভাপতি মোহাম্মদ খায়রুন্নবীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অনুপম চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাগরণের উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর জেলা সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম. সাখাওয়াত হোসেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামী ইতিহাস এবং সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ও জাগরণের উপদেষ্টা ড. মোঃ মোরশেদুল আলম, উদ্বোধক ছিলেন জাগরণের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুছ খোন্দকার, প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট ব্যাংকার ও জাগরণের আজীবন সদস্য এ.কে.এম মহিউদ্দিন কাশেম।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ সরকারি কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান কবি জাবীদ মাইন উদ্দীন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এস.এম সিরাজ মিয়া, হাটহাজারী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম খাঁন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ মাহামুদুল করিম, জাগৃতির সাবেক সাধারণ সম্পাদক মো. সিরাজউদ্দৌলা, জাগরণের সাবেক সাধারণ সম্পাদক আবু আহমেদ, হাটহাজারী পৌরসভার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ শফিউল আলম।
প্রধান অতিথি অ্যাডভোকেট এম. সাখাওয়াত হোসেন তার বক্তব্যে বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব “মানুষ মানুষের জন্য। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত। এরই ধারাবাহিকতা জাগরণ দীর্ঘদিন যাবত হাটহাজারীবাসীর কল্যাণে কাজ করে যাচ্ছে। তাদের সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড ভবিষ্যতে আরও ব্যাপ্তি ঘটবে বলে আমি আশাবাদী।
জাগরণের সভাপতি মোহাম্মদ খায়রুন্নবী বলেন, জাগরণ হাটহাজারীবাসীর নানা কল্যাণমূলক কর্মসূচী বাস্তবায়ন করে যাচ্ছে। আমরা ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখব। হাটহাজারীতে অসহায় ও দুস্থ ১ শত জনের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে পেরে আমরা ধন্য। শীতবস্ত্র বিতরণে যারা সহায়তা করেছেন তাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পরে প্রার্থী সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।