আনোয়ারায় জেলা পরিষদ সদস্য আলমগীর চৌধুরী’র শীতবস্ত্র বিতরণ

‘উষ্ণতার চাদরে ঢাকবে শীতার্ত মানুষ’ এই শ্লোগানকে সামনে রেখে আনোয়ারায় শীতার্ত অসহায় মানুষকে শীতবন্ত্র উপহার দিয়েছেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি এস.এম আলমগীর চৌধুরী।

শনিবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ গ্রামে এসব শীতবন্ত্র বিতরণ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন হেলাল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রিদোয়ানুল হক রহিম, দক্ষিণ জেলা যুবলীগ নেতা এম. আলী আব্বাস, উপজেলা যুবলীগের সদস্য সোহরাবুল আলম মিরাজ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখার চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইদ্রিছ, ইউপি সদস্য নিজাম উদ্দিন, মোহাম্মদ আইয়ূব, নাসির উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগের নেতা মোহাম্মদ রাসেল, আবুল হোসেন, আবুল কাসেম, দেলোয়ার হোসেন, জালাল উদ্দিন, টিপু সোলতান, মো. মোরশেদ, রহিম উদ্দিন, কাজি কায়সার উদ্দিন, মহিলা ইউপি সদস্য আনোয়ারা বেগম।

চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি এস.এম আলমগীর চৌধুরী বলেন, ‘আমাদের চারপাশে যে অসহায় মানুষ রয়েছে, তারা যেন শীতে কষ্ট না পায় এজন্য আমাদের এ উদ্যোগ। আমরা চেষ্টা করছি প্রকৃত মানুষকে এই শীতবস্ত্র দিতে। আমাদের এমন উদ্যোগ অব্যাহত থাকবে।’

এদিকে শনিবার বিকেলে আনোয়ারা বারখাইনে ৬ হাজার অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন রাজনীতিবিদ প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবুর সাবেক একান্ত সচিব, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ। প্রতি বছরের ন্যায় সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি, ইউনাইটেট কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান ইসি, শিল্পপতি আনিসুজ্জামান চৌধুরী রনি, পরিচালক আসিফুজ্জামান চৌধুরী জিমির নির্দেশে অসহায়, দরিদ্র, শীতার্তদের মাঝে এই কম্বল বিতরণ করেন তিনি।

এসময় উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আবু জাফর, আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক আজিজুল হক নসু, প্রফেসর মকসুদুর রহমান চৌধুরী, মুজিবুর রহমান চৌধুরী, বারখাইন ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি জাকের আহমদ, সহ সভাপতি নুরুল ইসলাম, সহ সভাপতি মুক্তিযোদ্ধা আলী মিস্ত্রী, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আবছার, তথ্য ও গবেষনা সম্পাদক খোরশেদ আলম হিরু, মুক্তিযোদ্ধা আবুল কালাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মো. ইমরান খান, ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মামুনুর রশীদ, জোটন মজুমদার, অনুপ দত্ত মান্নাসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন