বাঁশখালীতে ৩ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ গ্রেপ্তার-১
চট্টগ্রামের বাঁশখালীতে ৩ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবার শহীদ উল্লাহ (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার হওয়া মাদককারবারী শহীদ উল্লাহ্ বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের মিনজিরিতলা গ্রামের মৃত সৈয়দুল ইসলামের পুত্র।
শুক্রবার (১৮ নভেম্বর) সন্ধ্যা পৌন ৭টার দিকে তার বসতঘরে অভিযান পরিচালনা করে মাটির গর্ত হতে একটি প্লাস্টিকের ছোট বস্তার ভিতরে থাকা ইট সাদৃশ্য সাদা পলিথিনের উপর কস্টেপ মোড়ানো অবস্থায় ৯১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামী’কে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ নুরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানাধীন মিনজীরী তলা এলাকায় জনৈক শহীদুলের বসতঘরের মাটির গর্তে প্লাস্টিক মোড়ানো ৯১ হাজার পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করি। জব্দকৃত ইয়াবার আনুমানিক মুল্য প্রায় ৩ কোটি টাকা।