কাপ আর্জেন্টিনা নিতে প্রস্তুত মেসি বাহিনী

২০১৪ বিশ্বকাপে ফাইনালে পরাজিত হয়েছিল আর্জেন্টিনা। ২০১৮ তে বিদায় নিতে হয়েছিল প্রি-কোয়ার্টার ফাইনালে। এবার ২০২২ বিশ্বকাপে নতুন চমক দিতেই প্রস্তুত লিওনেল মেসিরা। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মেসির শেষ বিশ্বকাপ খেলাটাকে স্মরণীয় করতে চায় তার সতীর্থরা। এবার বিশ্বকাপ ছোঁয়ার প্রস্তুতি নিয়েই মাঠে নামবে মেসিরা।

গত বছর কোপা আমেরিকা জিতেছিল আর্জেন্টিনা। জাতীয় দলের হয়ে ট্রফি জয়ের স্বপ্ন পূরণ হয়েছিল মেসির। ২০১৪ বিশ্বকাপ ফাইনালে যে মারাকানার মাটিতে নিজের চোখের জল রেখে এসেছিলেন লিও, ২০২১ সালের কোপাতে সেই মারাকানাতেই দেশের হাতে ট্রফি তুলে দিয়েছিলেন। যে ট্রফিটা আট বছর আগে ১১৪ মিনিটের একটা গোলের জন্য ছুঁতে পারেননি মেসি, সেটিই এবার নিজের করে পেতে মরিয়া মেসি বাহিনী।

অনেকের মতে, বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে এবারই মেসির সেরা সুযোগ। কোপা আমেরিকা’র পর বহু ফুটবল বিশেষজ্ঞ এবং সমর্থকদের মতে, এমন মজবুত একাদশ বহুদিন পায়নি আর্জেন্টিনা। তাই এই বছর হয়ত মেসির হাতে সেই সোনার ট্রফির দেখা মিলতেও পারে সমর্থকদের।

এটা এমনিতেও ২০২২ বিশ্বকাপ হয়ত মেসির শেষ বিশ্বকাপ হতে পারে। শুধু মেসি নন। কোপা ফাইনালের গোলদাতা ডি’মারিয়ারও শেষ বিশ্বকাপ হতে পারে এটি। তাই এবার আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের আকাঙ্খা যেন আরও তীব্র।লিওনেল স্কালোনির প্রশিক্ষণে আর্জেন্টিনা দলের মধ্যে এক চূড়ান্ত ঐক্য নজরে এসেছে সমর্থকদের।

এবারের বিশ্বকাপেও আর্জেন্টিনার অধিনায়কত্ব করবেন মেসি। এবারের বিশ্বকাপে গ্রুপ ‘সি’-তে সৌদি আরব, মেক্সিকো এবং পোল্যান্ডের সঙ্গে রয়েছে আর্জেন্টিনা।

আরও পড়ুন