মিরসরাই উপজেলা যুব মহিলা লীগ সভাপতি ও আসন্ন মিরসরাই উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বিবি কুলছুমা চম্পার ব্যক্তিগত উদ্যোগে অসহায় ও হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার ও মঙ্গলবার উপজেলার বিভিন্ন ইউনিয়নের শীতার্ততের বাড়ি বাড়ি গিয়ে তিনি এসব শীতবস্ত্র তুলে দেন।
এসময় শীতার্তরা শীতবস্ত্র পেয়ে উচ্ছাস প্রকাশ করে তাকে জড়িয়ে ধরে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মিরসরাই উপজেলা যুব মহিলা লীগের সভাপতি বিবি কুলছুমা চম্পা বলেন, দীর্ঘদিন যাবত আমি মিরসরাইয়ে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং আইটি বিশেষজ্ঞ মাহবুব উর রহমান রুহেল এমপির নেতৃত্বে ও দিকনির্দেশনায় রাজনীতি ও সামাজিক কর্মকান্ড করে আসছি। রাজনীতির সুবাদে মিরসরাইয়ের বিভিন্ন প্রান্তে গিয়ে অসহায় মানুষের দুঃখ-কষ্টও দেখেছি। সেই ভাবনা থেকে ব্যক্তিগত উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি।