সীতাকুন্ডে বিষপানে গৃহবধুর আত্মহত্যা
চট্টগ্রামের সীতাকুন্ডে সাপ্তাহিক কিস্তির টাকা যোগাড়ে ব্যর্থ ও ঋণে জর্জরিত এক গৃহবধু বিষপানে আত্মহত্যা করেছেন। নিহত নাহিদা আক্তার (৩৮) ১ নং সৈয়দপুর ইউনিয়নের কেদারখীল গ্রামের নুর বক্স হাজী বাড়ীর ইকবাল হোসেনের স্ত্রী। নিহত নাহিদা ৩ সন্তানের জননী।
নিহতের ভাই সায়েদ হোসেন জানান, তার বোন কেদারখীর গ্রামের ইকবাল হোসেনের স্ত্রী নাহিদা আক্তার একটি এনজিও থেকে লোন নেয়। স্বামী অটো রিক্সা চালক ইকবালের কোন কাজকর্ম না থাকায় কিস্তির টাকা যোগাড় করতে পারেনি সে। সুদের ওপরও কোন টাকা পাওয়া যায়নি। কিস্তির টাকা পরিশোধের জন্য ম্যানেজারের চাপে গৃহবধু নাহিদা আক্তার দিশেহারা হয়ে পড়ে। স্বামীর সাথেও রাগারাগি হয় টাকা যোগাড়ে অক্ষম হওয়ায়। একপর্যায়ে নাহিদা আত্মহত্যার পথ বেছে নেয়। মঙ্গলবার রাত ১০ টায় সে ঘরে থাকা ঘাস মারার বিষ প্যারাকুয়েট খেয়ে আত্মহত্যা করে।বাড়ীর লোকজন দ্রুত চমেক হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে বারটায় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।