ভূয়া দলিল নিয়ে শুনানীতে এসে জুটলো কারাদন্ড

বাঁশখালীতে ভূয়া দলিল নিয়ে মিসকেস এর শুনানীতে উপস্থিত হওয়ার অপরাধে মো. ইদ্রিস (৫৪) নামে একজনকে সাতদিন বিনাশ্রমে কারাদন্ড প্রদান করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।
এ ঘটনায় আটককৃত মো. ইদ্রিস উপজেলার পুকুরিয়ার ইউনিয়নের বৈলগাঁও এলাকার আব্দুস সোবহানের ছেলে।

বুধবার (২ নভেম্বর) দুপুর ১২ টার দিকে ভূমি অফিসে ভূয়া দলিল নিয়ে মিসকেস এর শুনানী করার সময় এ অভিযান পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, ‘ভূয়া দলিল নিয়ে মিসকেস এর শুনানীতে উপস্থিত হওয়ার অপরাধে মোঃ ইদ্রিস কে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় সাত দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সাথে অন্য একটি মিস মামলায় ভূয়া দলিল ব্যবহার করায় বিবাদীর বিরুদ্ধে নিয়মিত মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।’

বাঁশখালী ভূমি অফিসকে দালালমুক্ত করতে, জনহয়রানীমুক্ত সেবা নিশ্চিত করতে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরও পড়ুন