গালাগালির রেকর্ড ফাঁস হওয়ায় তোপের মুখে কুতুবদিয়া ছাত্রদলের সচিব মান্নান

তৃণমূলের দাবি স্থায়ী বহিষ্কার

কুতুবদিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবদুল্লা আল মান্নান কর্তৃক স্কুল ছাত্রদলের এক নেতাকে গালাগালির একটি কল রেকর্ড ফাঁস হয়েছে। মঙ্গলবার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নিজের ফেসবুক আইডিতে অডিও রেকর্ডটি প্রকাশ করেন ভুক্তভোগী ছাত্রদল নেতা শফিকুল ইসলাম দিয়া। প্রকাশের কিছুক্ষণের মধ্যেই কল রেকর্ডটি ভাইরাল হয়ে পড়ে। ফাঁস হওয়া কল রেকর্ডের কথোপকথনের বিষয়টি নিয়ে দ্বীপের সর্বমহলে ব্যাপক সমালোচনা চলছে । অনেকেই উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবদুল্লাহ আল মান্নানের স্থায়ী বহিষ্কার দাবী করেছেন। আবার অনেকেই অকথ্য ভাষা ব্যবহারের জন্য সিনিয়র নেতাদের কাছে বিচার দাবী করেছেন।

জানা গেছে, ফেসবুকে কমেন্টস করায় ছাত্রদল কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম দিয়ার ব্যক্তিগত মোবাইল ফোনে কল করে অকথ্য ভাষায় গালিগালাজসহ হত্যার হুমকি দিয়েছেন কক্সবাজার জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরীর মামাতো ভাই ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবদুল্লাহ আল মান্নান।

এ বিষয়ে নিজের নিরাপত্তা চেয়ে কুতুবদিয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন ভুক্তভোগী সফিকুল ইসলাম দিয়া।

উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রিয়াদ মাহমুদ তানভীর বলেন, রাজনীতিতে আবদুল্লাহ আল মান্নানের কোন যোগ্যতা নেই । জেলা বিএনপির সহ-সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরীর আপন মামাতো ভাই হওয়ার সুবাধে আত্মীয়করণের মাধ্যমে তাকে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব করা হয়েছে। তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারি, দলীয় নেতাকর্মীদের সাথে মারামারিসহ অসংখ্য অভিযোগ রয়েছে। সে কুতুবদিয়া ছাত্রদলের রাজনীতিকে কলুষিত করেছে। মান্নানের সাংগঠনিক শাস্তিসহ ছাত্রদল থেকে স্থায়ীভাবে বহিষ্কার চেয়েছেন তিনি।

বড়ঘোপ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তারেক জিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, আবদুল্লাহ আল মান্নান কর্মীবান্ধব কোন নেতা নন। বিএনপির সিনিয়র নেতার মামাতো ভাই পরিচয়ে স্বেচ্ছাচারিতা, নারী কেলেঙ্কারিসহ বিভিন্নভাবে দলীয় শৃংখলা ভঙ্গ করেন। কিন্তু ওই সিনিয়র নেতার ছত্রছায়ায় থাকায় কেউ কিছু বলতে সাহস পায় না।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক একাধিক ছাত্রদল নেতা জানান, আবদুল্লাহ আল মান্নানের স্বেচ্ছাচারিতায় অতিষ্ঠ সবাই। জেলা বিএনপির প্রভাবশালী নেতার আত্মীয় হওয়ায় তাঁর অত্যাচার মুখ বুজে সহ্য করতে হয়। মান্নান ওই নেতার প্রভাব খাটিয়ে বিভিন্ন অপকর্ম করে বেড়ায় বলেও জানান তারা।

কুতুবদিয়া মডেল স্কুল এন্ড কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম দিয়া বলেন, সামান্য ফেসবুকের কমেন্টস নিয়ে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমার সাথে যে আচরণ করেছেন তা অপ্রত্যাশিত এবং খুবই দুঃখজনক। প্রায় সময় তিনি বিভিন্ন ছাত্রদলের নেতাদের সাথে এমন আচরণ করেন। তিনি আমাকে হত্যার হুমকি দিয়েছেন। আমি নিরাপত্তাহীণতায় ভুগছি।

এ বিষয়ে জানতে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবদুল্লাহ আল মান্নানের মুঠোফোন নম্বরে (০১৮৫১৩৭৪০৭০) একাধিকবার চেষ্টা করেও সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

উপজেলা ছাত্রদলের আহবায়ক মুহাম্মদ মুকাররম কুতুবী ফাঁস হওয়া কল রেকর্ডটি সদস্য সচিব আবদুল্লাহ আল মান্নানের বলে স্বীকার করে জানান, আবদুল্লাহ আল মান্নান দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত। সেটা বিবেচনায় রেখে তাকে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব করা হয়েছে। তবে একজন ছাত্রদলের নেতা হয়ে অপর একজন ছাত্রদলের নেতার সাথে এমন ব্যবহার খুবই দুঃখজনক বলে মনে করেন তিনি।

আবদুল্লাহ আল মান্নানের বিরুদ্ধে সাংগঠনিক কোন ব্যবস্থা নেয়া হবে কি না জানতে চাইলে তিনি এবিষয়ে কোন মন্তব্য করতে পারবেন না বলে জানান।

আরও পড়ুন