ইঞ্জিনিয়ার ইসলাম জেলা পরিষদের সদস্য নির্বাচিত
চট্টগ্রামের জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে নির্বাচিত হয়েছে দক্ষিণ জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইসলাম আহমেদ। তিনি ৯নং ওয়ার্ড (কর্ণফুলী ও চসিক আংশিক) থেকে ‘ঘুড়ি‘ প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করে বিজয়ী হয়েছেন। ইঞ্জিনিয়ার ইসলাম আহমেদ (ঘুড়ি) প্রতীকে পেয়েছেন ৮৬ ভোট তার নিকটতম ও একমাত্র প্রতিদ্বন্ধি মোহাম্মদ রাশেদুল হাসান (তালা পেয়েছেন ৫ ভোট।
সোমবার (১৭ অক্টোবর) রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে ইঞ্জিনিয়ার ইসলাম আহমেদ নির্বাচিত হওয়ায় কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদ্য প্রাক্তন উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী ভোটারদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন। অপরদিকে ইঞ্জিনিয়ার ইসলাম আহমেদ ভোটার এবং দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য পদে ইঞ্জিনিয়ার ইসলাম পেলেন “ঘুড়ি মার্কা“ – CTG SANGBAD24
চরপাথরঘাটা-জুলধা ইউপিতে জেলা পরিষদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার ইসলামের গণসংযোগ – CTG SANGBAD24
চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার ইসলামের গণসংযোগ অব্যাহত – CTG SANGBAD24