চট্টগ্রামের নন্দনকানন তুলসী ধামে সেন্ট্রাল লায়ন্স ক্লাবের বস্ত্র বিতরণ

চট্টগ্রাম নগরীর নন্দনকাননস্থ তুলসী ধামে কাঞ্চন মালা ফাউন্ডেশন ও লায়ন ডাঃ দুলাল কান্তি দাশের উদ্যোগে লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের সার্বিক সহযোগিতায় বস্ত্র বিতরণ, বিনামূল্যে ডায়াবেটিক টেস্ট, ফল বিতরণ ও প্লাস্টিক বর্জনের ওপর সচেতনতা বৃদ্ধিতে কর্মসূচী পালিত হয়। লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার মনজারে খোরশেদ আলমের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন কাঞ্চনমালা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডাঃ দুলাল কান্তি দাশ। এতে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের জেলা গভর্নর লায়ন শেখ শামসুদ্দীন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ, বিশেষ অতিথি ছিলেন ২য় ভাইস জেলা গভর্নর লায়ন কোহিনূর কামাল।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেবিনেট জয়েন্ট সেক্রেটারি লায়ন বেলাল উদ্দিন চৌধুরী, ক্লাব সেক্রেটারি লায়ন জুনায়েত রহমান রিফাত, জয়েন্ট সেক্রেটারি লায়ন মেহেদী হাসান নয়ন, লিও জেলা সভাপতি লিও ইরফান মোস্তফা, সেন্ট্রাল লিও ক্লাব সভাপতি লিও আসিফুল, লিও সাইফুল,লিও তাওহিদ, লিও সাকি, লিও রায়হান প্রমূখ।

প্রধান অতিথি বলেন, প্লাস্টিক জীবন ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। প্লাস্টিক একদিকে যেমন মানবদেহের ক্ষতি সাধন করে, তেমনি অন্যদিকে পরিবেশেও বিপর্যয় ডেকে আনে। প্লাস্টিক ব্যবহার তাই বর্জন করা আজ সময়ের দাবি বলে তিনি মন্তব্য করেন।

আরও পড়ুন