জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী পেয়ারু ও সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার ইসলামের মতবিনিময়
চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এটিএম পেয়ারুল ইসলাম ও কর্ণফুলী উপজেলা থেকে সদস্য পদ প্রার্থী ইঞ্জিনিয়ার ইসলাম আহমদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ অক্টোবর) সকালে কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জনপ্রতিনিধিদের সাথে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বিশেষ অতিথি ছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী’র সহকারী একান্ত সচিব রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম।
কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রনির সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় উপজেলার ৫ ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, পুরুষ ও মহিলা মেম্বারবৃন্দসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এটিএম পেয়ারুল ইসলাম (আনারস প্রতীক) ও সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার ইসলাম আহমেদ (ঘুড়ি প্রতীক) বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জননেত্রী শেখ হাসিনা ও ভূমিমন্ত্রী কর্তৃক মনোনীত প্রার্থীদের বিজয় করার মাধ্যমে চলমান উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করতে হবে।