চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য পদে ইঞ্জিনিয়ার ইসলাম পেলেন “ঘুড়ি মার্কা“
চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে ৯নং ওয়ার্ড (কর্ণফুলী ও আংশিক চসিক) থেকে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী দক্ষিণ জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইসলাম আহমেদ “ঘুড়ি“ প্রতীক বরাদ্দ পেয়েছেন।
সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ দেয়ার প্রাক্কালে তিনি “ঘুড়ি“ প্রতীক লাভ করেন। রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান এসময় সকল প্রার্থী ও তার প্রতিনিধিদের হাতে বরাদ্দপ্রাপ্ত প্রতীক তুলে দেন।
প্রতীক বরাদ্দ পেয়ে এক প্রতিক্রিয়ায় ইঞ্জিনিয়ার ইসলাম আহমেদ বলেন, “আজীবন আওয়ামী লীগের রাজনীতি করে এসেছি। লোভ লালসা আমাকে কখনও টানেনি। নেত্রী এবং আমাদের অভিভাবক ভূমিমন্ত্রী মহোদয় আমার ওপর আস্থা রেখেছেন, আমি তাতেই সন্তুষ্ট। নির্বাচনে জিতে তাদের এ আস্থার প্রতিদান দিতে চাই।“
ইঞ্জিনিয়ার ইসলাম আরও বলেন, “মানুষের জন্যই রাজনীতি। আমি যদি ভাল কিছু করে থাকি, তবে অবশ্যই ভোটার’রা আমাকে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ। জয়ের ব্যাপারে আমি আশাবাদী, বাকীটা ভোরদের হাতে। সে সাথে মহান সৃষ্টিকর্তারও দয়া লাগবে। তিনিই সবকিছুর উত্তম ফয়সালাকারী।“
নির্বাচনে জয়ী হলে পরিকল্পনা কী জানতে চাইলে বলেন, “এখানে আমার আলাদা করে কিছু করতে হবে না। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে আছে। বিশ্বে বাংলাদেশ এখন অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে জায়গা করে নিয়েছেন। প্রিয় নেতা ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নির্দেশনায় ও তদারকিতে কার্যক্রমগুলোর সুষ্টু তদারকিই হবে আমার মূল লক্ষ্য।“
কেমন সাড়া পাচ্ছেন জানতে চাইলে বলেন, “ মনোনয়ন দাখিল করার পর থেকে এখন পর্যন্ত যতগুলো মতবিনিময় সভা আর পরিষদে গণসংযোগ করেছি তাতে আমি অভূতপূর্ব সাড়া পেয়েছি। সকলের ভালবাসায় আমি মুগ্ধ। এটাই রাজনীতির প্রতিদান। যতদিন বাঁচব মানুষের এ ভালবাসা নিয়েই বাঁচতে চাই।“
প্রতিদ্বন্ধি প্রার্থী সর্ম্পকে জানতে চাইলে বলেন, “তিনিও আওয়ামীলীগের মানুষ। আমাকে দল মনোনয়ন দিয়েছেন কিন্তু তিনিও মাঠে আছেন। বাকীটা ভোটারদের সিন্ধান্ত। তবে আমি দলীয় সিন্ধান্তের প্রতি সবসময় আস্থাশীল।“
এ ওয়ার্ডে ইঞ্জিনিয়ার ইসলাম আহমেদ’র সাথে প্রতিদ্বন্ধিতাকারী অপরপ্রার্থী অধ্যাপক মোঃ রাশেদুল হাসান “তালা“ প্রতীক বরাদ্দ পেয়েছেন। তবে তিনি প্রতীক বরাদ্দের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
আগামী ১৭ই অক্টোবর চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
চরপাথরঘাটা-জুলধা ইউপিতে জেলা পরিষদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার ইসলামের গণসংযোগ – CTG SANGBAD24
চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার ইসলামের গণসংযোগ অব্যাহত – CTG SANGBAD24