চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য হলেন যারা

চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত এটিএম পেয়ারুল ইসলামের বিপুল ভোটে বিজয়ের পাশাপাশি সদস্য পদেও একচেটিয়া আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা জয়লাভ করেছেন। ১৫ উপজেলার মধ্যে ৪জন আগেই বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছিলেন। বাকী ১১ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হলো।

মীরসরাই : উপজেলায় সাধারণ সদস্য পদে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন প্রদীপ রঞ্জন চক্রবর্তী। এখান চেয়ারম্যান পদে এটিএম পেয়ারুল ইসলাম ২১৮ ভোট পেয়ে প্রথম হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী নারায়ণ রক্ষিত পেয়েছেন ১০ ভোট।

সন্দ্বীপ :সন্দ্বীপ ৩ নং ওয়ার্ড থেকে সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়েছেন ছিদ্দিকুর রহমান। তিনি পেয়েছেন ৮৭ ভোট। তার প্রতিদ্বন্ধী প্রার্থী সাহেদ সারওয়ার শামীম ৬৪ ও মিজানুর রহমান পেয়েছেন ৩৫ ভোট।

সীতাকুন্ড : সীতাকুন্ড উপজেলা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন (আংশিক ) থেকে সদস্য পদে নির্বাচিত হয়েছেন আ ম ম দিলশাদ। তিনি (অটোরিকশা প্রতীক) পেয়েছেন ৭৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী শওকতুল আলম (হাতি মার্কা) পেয়েছেন ৬৬ ভোট। মোট ভোটার ছিলো ১৪৩ জন।

হাটহাজারী : হাটহাজারীতে সাধারণ সদস্য পদে (অটোরিকশা প্রতীকে) ৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এইচ এম আবরাহা দুলাল। তার প্রতিদ্বন্ধী মো. জাফর আহমেদ (টিউবওয়েল প্রতীক) পেয়েছেন ৩৬ ভোট। মোট ভোটার ছিলেন ১৯২ জন। এর মধ্যে ১৯১ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।

রাউজান : এ উপজেলায় আগেই কাজী আবদুল ওহাব বিনা প্রতিদ্বন্ধীতায় সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়েছেন। এখানে চেয়ারম্যান পদে এটিএম পেয়ারুল ইসলাম ১৯১ ও নারায়ণ রক্ষিত পেয়েছেন ৫ ভোট।

রাঙ্গুনিয়া : এ উপজেলায় বিনা প্রতিদ্বন্ধীতায় সদস্য নির্বাচিত হয়েছেন আবুল কাশেম চিশতি।

ফটিকছড়ি : এ উপজেলায় অটোরিকশা প্রতীক নিয়ে আখতার উদ্দীন মাহমুদ পারভেজ ১৬৯ ভোট পেয়ে বিজয়ী হযেছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী লিটন চৌধুরী টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ৯৪ ভোট।

কর্ণফুলী : কর্ণফুলীতে সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার ইসলাম আহমদ। মোট ৯২ ভোটের মধ্যে তিনি পেয়েছেন (ঘুড়ি) ৮৬ ভোট। তার প্রতিদ্বন্ধী প্রাথী মোহাম্মদ রাশেদুল হাসান (তালা) পেয়েছেন ৪ ভোট।

বোয়ালখালী : এ উপজেলায় সদস্য পদে বোরহান উদ্দিন মো. এমরান (হাতি প্রতীক) ৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্ধী মোহাম্মদ ইউনুছ (তালা প্রতীক) পেয়েছেন ৪৪ ভোট।

পটিয়া : উপজেলায় ভোটার সংখ্যা ২৩৭ জন। এর মধ্যে সদস্য পদে জেলা পরিষদের সাবেক সদস্য দেবব্রত দাশ দেবু (তালা) ১২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্ধী প্রার্থী শাহাদাত হোসেন ফরিদ (অটোরিকশা) পেয়েছেন ১০৭ ভোট।

আনোয়ারা : এ উপজেলায় সাধারণ সদস্য পদে এসএম আলমগীর চৌধুরী বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন। তাই এই পদে এ দিন ভোট হয়নি। চেয়ারম্যান পদে এটিএম পেয়ারুল ইসলাম ১৪৯ ও নারায়ণ রক্ষিত পেয়েছেন ২ ভোট।

চন্দনাইশ : চন্দনাইশে টানা দ্বিতীয়বারের মতো জেলা পরিষদ সদস্য নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ চৌধুরী জুনু। চন্দনাইশে এবার ভোটার ছিল ১১৮ জন। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ১১৭ ভোটার। এতে আবু আহমদ চৌধুরী জুনু হাতি প্রতীকে ৬৪, তার নিকটতম প্রতিদ্বন্ধী শেখ টিপু চৌধুরী তালা প্রতীকে ৫৩ ভোট পেয়েছেন।

সাতকানিয়া : সাতকানিয়ায় সাধারণ সদস্য পদে আবদুল আলীম (বৈদ্যুতিক পাখা) ১১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মনির আহমদ (তালা) ৯২ ভোট ও গোলাম ফেরদৌস (হাতি) ২২ ভোট পেয়েছেন।

লোহাগাড়া : লোহাগাড়া উপজেলায় ১২০ ভোটের মধ্যে ১১৯ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। জেলা পরিষদের সদস্য পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ এরফানুল করিম চৌধুরী। তিনি ঘুড়ি প্রতীকে পেয়েছেন ৬৫ ভোট। তার প্রতিদ্বন্ধী আনোয়ার কামাল অটোরিকশা প্রতীকে পেয়েছেন ৫৩ ভোট।

বাঁশখালী : সাধারণ সদস্য পদে ১৩ নং ওয়ার্ড বাঁশখালী হতে নুরুল মোস্তফা সিকদার সংগ্রাম ৮৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী মো. মোজাম্মেল হক সিকদার (উটপাখি) ৩৭ ভোট পেয়েছেন।

আরও পড়ুন