বিপুল ভোটে বিজয়ী পেয়ারু চট্টগ্রাম জেলা পরিষদের নুতন চেয়ারম্যান
চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এটিএম পেয়ারুল ইসলাম বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ২হাজার ৫৭৪ভোট পেয়ে জয়লাভ করেন এবং তার নিকটতম একমাত্র প্রতিদ্বন্ধি নারায়ণ রক্ষিত পেয়েছেন ১১৭ ভোট।
সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে দুপুর ২টায় শেষ হয়। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ১৫ উপজেলার ভোট কেন্দ্রের ৩০টি বুথে ভোট কার্যক্রম শেষ হয়। নির্বাচনে ২ হাজার ৭৩০ জন ভোটারের মধ্যে ৩৯ জন ভোটার অনুপস্থিত ছিলেন।
ঘোষিত ফলাফলে দেখা গেছে, সব কেন্দ্রেই জয়ী হন এটিএম পেয়ারুল ইসলাম। তিনি সাতকানিয়া কেন্দ্রে সর্বাধিক ২১৯ ভোট পেয়েছেন। অন্যদিকে রাঙ্গুনিয়া কেন্দ্রে নারায়ণ রক্ষিত একটি ভোটও পাননি। বর্তমানে এটিএম পেয়ারুল ইসলাম চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বে আছেন। ১৯৯০ সালে ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন এটিএম পেয়ারুল ইসলাম।