চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার ইসলামের গণসংযোগ অব্যাহত

চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে দক্ষিণ চট্টগ্রামের প্রবেশদ্বারখ্যাত কর্ণফুলী উপজেলা থেকে আওয়ামীলীগ মনোনীত সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার ইসলাম আহমেদ তার গণসংযোগ অব্যাহত রেখেছেন। উপজেলাধীন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের সাথে ধারাবাহিকভাবে তিনি মতবিনিময় করে ভোট ও দোয়া চাচ্ছেন। তারই ধারবাহিকতায় রবিবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার দুপুরে বড়উঠান ও জুলধা ইউনিয়নের চেয়ারম্যান ও সাধারণ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এসময় বড়উঠান ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ দিদারুল আলম ও জুলধার চেয়ারম্যান হাজী নুরুল হকসহ সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় তারা ইঞ্জিনিয়ার ইসলাম আহমেদের সার্বিক সফলতা কামনা করেন। প্রতিউত্তরে তিনি সবাইকে সাথে নিয়ে একযোগে কাজ করে উন্নয়নের ধারাবাহিকা বজায় রেখে তার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করে যাবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইসলাম আহমেদ আপাদমস্তক একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে সর্বমহলে গ্রহণযোগ্য। রাজনীতির বাইরেও তিনি নানা সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের সাথে জড়িত। বিগত করোনাকালীণ সময়ে তার মানবিক ও সামাজিক কাজগুলো মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে তাদের আপনজন হিসেবে। তাছাড়া তিনি শিক্ষা বিস্তারে অবদান রাখতে খোয়াজনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি নিজ উদ্যোগে হাজী আলীম উদ্দিন ক্যাডেট স্কুল নামে একটি উচ্চ বিদ্যালয়ও প্রতিষ্ঠা করেছেন।

আরও পড়ুন