চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা এলাকার বিভিন্ন দুর্গাপূজার মন্ডপ পরিদর্শন করে নারীদের উপহার (শাড়ি) বিতরণ করেছেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও দক্ষিণ জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইসলাম আহমেদ।
রবিবার (২২ অক্টোবর) রাতে নেতাকর্মীদের সাথে নিয়ে এসব বস্ত্র সামগ্রী সনাতন ধর্মাবলম্বী নারীদের হাতে তুলে দেন।
উপহার বিতরণকালে ইঞ্জিনিয়ার ইসলাম বলেন, “আমি সবসময় সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চেষ্টা করি। এ রাষ্ট্র সবার। সুতরাং ধর্মীয় উৎসবও যার যার মতে শান্তিপূর্ণভাবে পালন করবে এটাই স্বাভাবিক। আমরা জনপ্রতিনিধি হিসেবে সকলের পাশে থাকার চেষ্টা করি মাত্র“।
এ সময় কর্ণফুলী উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক দেবরাজ রতন, ইউপি সদস্য নুর মোহাম্মদসহ পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।