মিরসরাইয়ে পুড়ে গেল বসতঘর, যানজটে যেতে পারেনি ফায়ার সার্ভিস
মিরসরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডেও ফেনাপুনী গ্রামের আবদুর রশিদ মিস্ত্রি বড়ির নাজিম উদ্দিনের বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে তাৎক্ষণিক রওয়ানা দিয়েও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সংস্কার কাজের জন্য সৃষ্ট যানজটে সময়মতো পৌঁছাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত নাজিম উদ্দিনের ভাইপো আলা উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে আমার চাচা নাজিম উদ্দিন ও তার পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকেন। যে বসতঘর পুড়ে গেছে সেই বসতঘরে কেউ থাকেনা, তাই ধারণা করছি বৈদ্যুতিক শর্টসাকিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মূহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি আরো বলেন, আগুন লাগার সাথে সাথে মিরসরাই ফায়ার সার্ভিসকে ফোন দিলে মহাসড়কে যানজটের কারণে তারা সময়মতো আসেনি। তারা যদি সময়মতো আসতো তাহলে কিছুটা হলেও আগুন থেকে রক্ষা পেতো।
মিরসরাই ফায়র সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে ছুটে যাই তবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটের কারণে আমরা সময় মতো পৌঁছাতে পারিনি।
খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল হক জুনু বলেন, আগুনে পুড়ে পুরো বসতঘর ছাই হয়ে গেছে। তাদের সরকারি সহযোগিতা দিতে উপজেলা প্রশাসনকে অগ্নিকান্ডের বিষয়টি অবহিত করা হয়েছে।