বাঁশখালীতে অগ্নিকাণ্ডের ঘটনায় অর্ধপাকা ৪ বসতঘরের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। এ অগ্নিকাণ্ডে ক্ষয়-ক্ষতির পরিমাণ ৪০ লক্ষাধিক টাকা বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবার গুলো।
বৃহস্পতিবার (৮ফেব্রুয়ারী) দুপুর দেড়টার দিকে বাহারছড়া ইউপির রত্নপুর ৩ নম্বর ওয়ার্ডের পেলা গাজীর বাড়ীতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্থরা হলেন মৃত আনু মিয়ার পুত্র মো. কামাল উদ্দিন, মো. জাফর, মো. দিদার, মো. শহিদ উল্লাহ। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করেছেন স্থানীয় প্রত্যক্ষদর্শীরা।
বাঁশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ মো. আযাদুল ইসলাম বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলের দিকে রওয়ানা হয়। টিম যাওয়ার পূর্বেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।