মিরসরাইয়ে ২৮শ ইয়াবাসহ গ্রেফতার ১
মিরসরাই থানা পুলিশ অভিযান চালিয়ে ২৮শ পিস ইয়াবাসহ বাবু শিকদার (৪০) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে।
সোমবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর এলাকায় ঢাকামুখী হানিফ পরিবহনের একটি বাস থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাবু শিকদার নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার সালেহনগর এলাকার মফিজ শিকদারের পুত্র।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, সোমবার দুপুরে ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর এলাকায় অভিযান পরিচালনার সময় ঢাকামুখী হানিফ পরিবহনের যাত্রীবাহী বাসের এক যাত্রী গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করে।
এসময় তার সাথে থাকা ব্যাগে তল্লাশী চালিয়ে কাগজে মোডানো ১৫ প্যাকেটের মধ্যে ২৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন যাবত ইয়াবাসহ মাদক ব্যবসা করে আসছিলো। এই ইয়াবাগুলো রাজধানীর বিভিন্ন মাদকসেবীর কাছে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিলো। তার বিরুদ্ধে মিরসরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (নং -৫) দায়ের শেষে চট্টগ্রাম আদালতের প্রেরণ করা হয়েছে।