দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চট্টগ্রামের মেয়ে বুশরার কৃতিত্ব
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত দুবাই আন্তর্জাতিক মহিলা হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করে ১৩তম স্থান অর্জন করেছেন হাফেজা আফসানা খানম বুশরা বিনতে মাহমুদ। তিনি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা’র মধ্যম জামিরজুরী এলাকার সুফিয়ার বাপের বাড়ি নিবাসী হাফেজ মাওলানা মাহমুদুল হকের দ্বিতীয় কন্যা এবং চট্টগ্রাম মহানগরীর কল্পলোক আবাসিকে অবস্থিত মারকাজুল হাফেজাত ওয়াসসুন্নাহ হিফজ মাদরাসার শিক্ষিকা।
জানা যায়, পবিত্র কুরআন মুখস্থ করার ক্ষেত্রে প্রতিযোগিতার মনোভাব তৈরি করা এবং মুখস্থ ও তেলাওয়াতের জন্য আরও প্রচেষ্টা এবং সময়কে উৎসাহিতক করার লক্ষে দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের আদেশে ১৯৯৭ সালে এই প্রতিযোগিতা চালু করা হয়। বিশ্বের ৭০টি দেশের ১৮ থেকে ৩৫ বছর বয়সী ৭০জন মহিলা প্রতিযোগিকে নিয়ে অনুষ্ঠিত ২৫তম এ প্রতিযোগিতায় গত ১অক্টোবর থেকে কয়েকটি রাউন্ড পেরিয়ে ৭ অক্টোবর ফাইনাল রাউন্ডের প্রতিযোগিতায় ১৩তম স্থান অধিকার করেন বাংলাদেশের প্রতিনিধিত্ব করা হাফেজা আফসানা খানম বুশরা বিনতে মাহমুদ।
গত শুক্রবার (৭ অক্টোবর) প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে তার হাতে সনদ ও পুরস্কারের অর্থ ৩০ হাজার দিরহাম বাংলাদে মুদ্রায় প্রায় ১০লাখ টাকা তুলে দেন অতিথিবৃন্দ।
উল্লেখ্য, আন্তর্জাতিক ওই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালনায় সমগ্র দেশ থেকে অর্ধশত জাতীয় ও আন্তর্জাতিক মানের হাফেজা বাছাইপর্বে অংশ নেন। এদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন হাফেজা আফসানা খানম বুশরা বিনতে মাহমুদ। দুবাইতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ গ্রহণের জন্য গত ২৯ সেপ্টেম্বর দেশত্যাগ করে গত ৮অক্টোবর তাঁরা পুনরায় দেশে ফেরেন।
হাফেজা আফসানা খানম বুশরার পিতা হাফেজ মাওলানা মাহমুদুল হক জানান, প্রতিযোগিতায় অংশ গ্রহণ করা ৭০ জন প্রতিযোগির মধ্যে আফসানা খানম বুশরা ১৩তম স্থান অর্জণ করলেও সমাপনী অনুষ্ঠানে তিলাওয়াত করার জন্য যে তিনজনকে নির্বাচিত করা হয়েছে তন্মধ্যে সেও ছিলো। সুকন্ঠে তিলাওয়াত করে সে বিচারক ও আমন্ত্রিত অতিথিদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। ভবিষ্যতে দুবাইয়ের ধর্ম মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত কুরআন প্রতিযোগিতার বিচারক প্যানেলেও তাকে রাখা হবে বলে জানানো হয়েছে। মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। দেশবাসীর নিকট দোয়া কামনা করছি।